Maldah: বিহারের দিক থেকে আসছিল, তাতেই সন্দেহ, ব্যাগ খুলতেই সত্যি হল আশঙ্কা
Maldah: চাঁচল এস ডি পি ও সোমনাথ সাহা জানিয়েছেন, রতুয়ার মহানন্দটোলা ফাঁড়ির পুলিশ নাকাট্টি ব্রিজে নাকা চেকিং চলাচ্ছিল, সেই সময় রাজ্জাক শেখ এবং তাঁর একজন সঙ্গী বিহারের দিক থেকে রতুয়ার অভিমুখে আসছিলেন।

মালদহ: বাইকে ব্যাগ ঝুলিয়ে বিহারের দিক থেকে আসছিল। পথে চলছিল নাকাচেকিং। ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার অস্ত্র। উদ্ধার চারটি সেভেন এম এম পিস্তল, চারটি ম্যাগাজিন ও চারটি বুলেট। মালদহ সীমান্তে ফের অস্ত্র উদ্ধার। ধৃত এক পাচারকারি। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজ্জাক শেখ ওরফে টোটা (৩৫)। বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার দৌলতপুর গ্রামে।
চাঁচল এস ডি পি ও সোমনাথ সাহা জানিয়েছেন, রতুয়ার মহানন্দটোলা ফাঁড়ির পুলিশ নাকাট্টি ব্রিজে নাকা চেকিং চলাচ্ছিল, সেই সময় রাজ্জাক শেখ এবং তাঁর একজন সঙ্গী বিহারের দিক থেকে রতুয়ার অভিমুখে আসছিলেন। তার মধ্যে একজন পুলিশের নাকা চেকিং দেখে মোটরবাইক থেকে নেমে পালিয়ে যান। তাতেই পুলিশের সন্দেহ হয়। এবং রাজ্জাককে মোটরবাইক সহ ধরে ফেলে পুলিশ । তাঁর কাছে তল্লাশি চালিয়ে চারটি সেভেন এমএম পিস্তল, চারটি ম্যাগাজিন এবং চারটি কার্তুজ উদ্ধার করে। পলাতক অভিযুক্তের খোঁজ চলছে।
পুলিশ আরও জানিয়েছে, তাঁরা বিহার থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এনে এপারে বিক্রি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং এই অবৈধ অস্ত্র কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল তার তদন্ত চালানো হচ্ছে। পাশাপাশি পলাতক ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তিনি আরও জানিয়েছেন, বেআইনি অস্ত্র কারবার রুখতে বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং চলছে। যেহেতু বিহার থেকে বাংলায় অবৈধ অস্ত্র ঢুকছে, তার জন্য বিহার পুলিশের সাথে যোগাযোগ রাখা হয়েছে।
সূত্রের খবর, বিহারের মুঙ্গের থেকে কম দামে অস্ত্র এনে মালদাকে করিডর করে সেই অস্ত্র বহু হাত বদলের মধ্যে দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছে। বাংলাদেশে অস্থির অবস্থার জন্যে বাংলাদেশে জঙ্গি, উগ্র মৌলবাদী সংগঠন সহ বিভিন্ন দুষ্কৃতীদের কাছে অস্ত্রের চাহিদা বেড়েছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অস্ত্র পাচারকারীরা মুঙ্গের থেকে নতুন অস্ত্র নিয়ে আসছে যেখানে স্টার মার্ক দেওয়া। যা চিনা অস্ত্র বলে চালিয়ে দেওয়া সহজ হচ্ছে। সেই একই অস্ত্র মোটা দামে কিনছে বাংলাদেশি দুষ্কৃতীরা।





