মালদহ: পরিযায়ী শ্রমিকের মৃত্যু অব্যাহত মালদহে। কেরলের নির্মীয়মাণ একটি বহুতল থেকে পড়ে গিয়ে গিয়ে মৃত্যু ওই যুবকের। মালদহ রতুয়া ২ নম্বর ব্লকের ঘটনা। মৃতের নাম মিজানুল ইসলাম। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
প্রসঙ্গত, গত শনিবার মালদহেরই এক শ্রমিক চেন্নাইয়ে কাজে গিয়ে ডায়ারিয়ায় আক্রান্ত হন। অকালেই চলে যায় প্রাণ। হারানু শেখ (৫৩)। তাঁর বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত ধরমপুর এলাকায়। সেই ঘটনার দু’দিন কাটতে না কাটতেই ফের মর্মান্তিক পরিণতি। জানা গিয়েছে, প্রায় মাসখানেক আগে কেরলে গিয়েছিলেন বহুতলের নির্মাণ শ্রমিকের কাজ করতে। বছর খানেক আগে হয় বিয়ে। তাঁরই মধ্যে মর্মান্তিক পরিণতি।
মৃতের বাবা বলেন, “কেরলে কাজে গিয়েছিল। প্রায় পঁচিশ দিন হল। এখন শুনছি ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। ও পড়ে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বাঁচানো যায়নি। এখানে খরচ অনেক বেশি। সংসার চালাতেই বাইরে যায়।” প্রসঙ্গত, শুক্রবারও মালদহের আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর আসে। গুজরাটে কাজে গিয়ে উঁচু টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয় ইতেকাফ শেখ নামে ওই ব্যক্তির।