Migrant Worker Death: আবার মালদহ! মৃত্যু হল আরও এক পরিযায়ী শ্রমিকের

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 31, 2024 | 6:27 PM

Migrant Worker Death: জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম উত্তম রবিদাস। বয়স ৪৩ বছর। বাড়ি পুখুরিয়ার নুরদ্দিপুর এলাকায়। তিনি মাস খানেক আগে বিহারের পাটনায় শ্রমিকের কাজ করতে যান। সেখানে এক ঠিকাদার সংস্থার অধীনে ইলেকট্রিকের কাজ করছিলেন।

Migrant Worker Death: আবার মালদহ! মৃত্যু হল আরও এক পরিযায়ী শ্রমিকের
কান্নায় ভেঙে পড়ল পরিবার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: আবারও পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল তাঁর। শোকের ছায়া পরিবারে। মালদহের রতুয়া-২নং ব্লকের পুখুরিয়া অঞ্চলের নুরদ্দিপুর এলাকার ঘটনা।

জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম উত্তম রবিদাস। বয়স ৪৩ বছর। বাড়ি পুখুরিয়ার নুরদ্দিপুর এলাকায়। তিনি মাস খানেক আগে বিহারের পাটনায় শ্রমিকের কাজ করতে যান। সেখানে এক ঠিকাদার সংস্থার অধীনে ইলেকট্রিকের কাজ করছিলেন। সেই কাজ করার সময় গত বুধবার ইলেক্ট্রিক শক লেগে তাঁর। এরপরই মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর।

শুক্রবার সাত সকালে রবি দাসের কফিনবন্দী নিথর দেহ এসে পৌঁছয় পুখুরিয়ার গ্রামে পৌঁছয়। মৃতদেহ পৌঁছতেই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় এক এলাকাবাসী বলেন, “ইলেকট্রিকের কাজে পাটনা গিয়েছিলেন। সেই সময় শক লেগে মারা যান। আজ কফিনবন্দি দেহ এসেছে গ্রামে।” প্রসঙ্গত, মালদহে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা নতুন নয়। সম্প্রতি জেলা থেকে তিনজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু খবর প্রকাশ্যে এসেছে।

 

Next Article