
মালদহ: কখনও দক্ষিণ ২৪ পরগনা, কখনও মালদা, আবার কখনও মুর্শিদাবাদ (Murshidabad)। রোজই কোল খালি হচ্ছে কোনও মায়ের, স্বামী হারিয়ে পথে বসছেন কোনও স্ত্রী। বিগত কয়েক সপ্তাহে ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলার একাধিক জেলার বহু পরিযায়ী শ্রমিকের (Migrant Worker Death) মৃত্যু হয়েছে। যা নিয়ে উদ্বেগের বাতাবরণ রয়েছে নাগরিক মহলে। এরইমধ্যে ফের রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। তাঁর বাড়ি মালদহে। সূত্রের খবর, মাস খানেক আগে স্ত্রী সন্তানকে নিয়ে উত্তর প্রদেশের বারাণসীতে কাজে গিয়েছিলেন চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাকুড়তলা এলাকার বাসিন্দা সন্তু তুরি (৪০)। কাজ করছিলেন নির্মাণ শ্রমিক হিসাবে।
সূত্রের খবর, গত বুধবার কর্মরত অবস্থায় সন্তু সাপের ছোবল খান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের পর শুক্রবার সকালে তাঁর দেহ গ্রামে আনা হয়। এদিকে সন্তুই ছিল তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছেন স্ত্রী।
এখন কীভাবে সংসারের ঘানি টানবেন তিনি, কীভাবে সন্তানদের বড় করবেন তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না তিনি। এদিন সকালে তাঁর দেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। কয়েকদিন আগেই উত্তর প্রদেশে কাজে গিয়ে মৃত্যু হয়েছিল বাংলার আর এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম প্রতুল মণ্ডল (৩৩)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রামের পঞ্চায়েত এলাকায়। তিনমাস আগে উত্তর প্রদেশের গাজিয়াবাদে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তিনি। সেখানেই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।