Malda: চোর সন্দেহে যুবককে হেনস্থা, গাছে বেঁধে বেদম প্রহার

Malda: কাজীগ্রাম অঞ্চল এলাকায় প্লাস্টিক ক্যারিব্যাগ কুড়োনোর কাজ করে ওই যুবক। অভিযোগ, তিনি নাকি প্লাস্টিক কুড়ানোর নাম করে পিছন গেট দিয়ে বাড়িতে ঢুকে চুরির প্রস্তুতি নিচ্ছিলেন।

Malda: চোর সন্দেহে যুবককে হেনস্থা, গাছে বেঁধে বেদম প্রহার
গাছে বেঁধে বেদম প্রহারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 22, 2025 | 10:14 PM

মালদহ: প্রকাশ্যে যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গ্রামবাসীদের সামনে চলল নির্যাতন, মার। গ্রামে সালিশি বিচারের সাজা। গ্রামে বহিরাগত এক যুবককে চোর সন্দেহে এমন শাস্তি। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারে।

কী ঘটেছে?

কাজীগ্রাম অঞ্চল এলাকায় প্লাস্টিক ক্যারিব্যাগ কুড়োনোর কাজ করে ওই যুবক। অভিযোগ, তিনি নাকি প্লাস্টিক কুড়ানোর নাম করে পিছন গেট দিয়ে বাড়িতে ঢুকে চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এলাকার কয়েকজন তাঁকে হাতেনাতে ধরে ফেলে। পরে গ্রামবাসীরা বিচার করে। সিদ্ধান্ত নেয় বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের। চলতে থাকে মারধর।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করতে বেগ পেতে হয়। জানা গিয়েছে, ওই যুবকে বাড়ি কালিয়াচকের সুজাপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ সেখানে যায়। গ্রামবাসীদের সঙ্গে বচসা বাধে। পুলিশি হেফাজতে চিকিৎসার জন্যে যুবককে পাঠানো হয়েছে মালদা মেডিক্যালে।