‘বাংলার কোনও কোনও জায়গায় ভাষা বদলে গিয়েছে’, কীভাবে? জানালেন মোদী
প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের সব উন্নয়নশীল দেশ, যেখানে টাকার অভাব নেই, সেখানেও অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকেও অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া জরুরি। এক এক করে বের করে দেওয়া উচিত। কিন্তু তৃণমূল থাকলে সেটা সম্ভব নয়। তৃণমূল আপনাদের জমির সুরক্ষা দেবে না।”
শনিবার বাংলায় এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। উঠে এল অনুপ্রবেশকারী প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, “অনুপ্রবেশকারীদের জন্য কোথাও কোথাও ভাষা বদলে যাচ্ছে। মালদহ, মুর্শিদাবাদ সহ অনেক জেলায় দাঙ্গাও বাড়ছে। সরকারের সঙ্গে এই অনুপ্রবেশকারীদের যোগ ছিন্ন করতে হবে।” বিজেপি সরকার গঠন হলে অনুপ্রবেশকারীদের উপর বড় অ্য়াকশন নেওয়া হবে বলেও বার্তা দেন তিনি।
তিনি আরও বলেন, “বিশ্বের সব উন্নয়নশীল দেশ, যেখানে টাকার অভাব নেই, সেখানেও অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকেও অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া জরুরি। এক এক করে বের করে দেওয়া উচিত। কিন্তু তৃণমূল থাকলে সেটা সম্ভব নয়। তৃণমূল আপনাদের জমির সুরক্ষা দেবে না।”