
মালদহ: ১০ দিনের বাচ্চাকে ডাক্তার দেখাতে হাসপাতালে এসেছিলেন। সেখানেই অপরিচিত এক মহিলা বাচ্চাটিকে আদার করার জন্য কোলে নেন। শিশুর মা একটু অন্যমনস্ক হতেই কার্যত ভ্যানিস হয়ে গেলেন মহিলা। ঘটনাটি মালদহের মোথাবাড়ির বাঙিটোলার। শিশু চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে শিশু চুরির ঘটনাটি। মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
দিন দশেক আগে বাঙিটোলা হাসপাতালে পঞ্চানন্দপুরের সুলতানটোলা গ্রামের বাসিন্দা মনিরা বিবি পুত্র সন্তানের জন্ম দেন। এরপর হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয় তাঁকে। সোমবার ১০ দিনের পুত্র সন্তানকে নিয়ে বাঙিটোলা হাসপাতালে আসেন মনিরা বিবি। সঙ্গে ছিলেন তাঁর মা। হাসপাতাল চত্বরে বসেছিলেন মনিরা। তাঁর মা নিজের জন্য ওষুধ আনতে গিয়েছিলেন। সেইসময়ই এক মহিলা এসে আদর করার ছলে মনিরার কাছ থেকে শিশুপুত্রকে নেন। কিছুক্ষণ পর মনিরা একটু আনমোনা হতেই শিশুপুত্রকে নিয়ে পালান ওই মহিলা।
মনিরার মা বলেন, “আমার পায়ে আঘাত গিয়েছিল। সেইজন্য মেয়েকে বসিয়ে রেখে দুটো ওষুধ আনতে গিয়েছিলাম। সেইসময়ই এই ঘটনা ঘটে।” সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই মহিলা শিশুপুত্রকে কোলে নিয়ে আশপাশে ঘুরছেন। একজন যুবতী তাঁর পাশে এসে দাঁড়ান। তাঁর সঙ্গেও মহিলাকে কথা বলতে দেখা যায়। দূর থেকে একজন ব্যক্তিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি ধীরে ধীরে চলে যান। সেইসময় মহিলাকে ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়।
মোথাবাড়ি থানায় শিশু চুরির অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের অনুমান, মহিলা একা ছিলেন না। মহিলার পাশাপাশি সিসিটিভি ফুটেজে আর যে ২ জনকে দেখা গিয়েছে, তাঁদের ব্যাপারেও খোঁজ খবর নিচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত শিশুর খোঁজ পাওয়া যায়নি। কয়েকদিন আগে কলকাতার ফুলবাগান শিশু হাসপাতাল থেকেও এক শিশুকে চুরি করে পালিয়েছিলেন এক মহিলা। পরে সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে গ্রেফতার করে পুলিশ।