Malda: বাদুড়িয়ার পর এবার মালদহ, ফের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু

Malda: নবদ্বীপ বালুরঘাটগামী ট্রেনটি নির্দিষ্ট সময়ে একলাখি স্টেশন ছাড়ার পর বালুরঘাটের দিকে যেতেই হযরতপুর এলাকায় এই ঘটনা ঘটে। এরপর ছুটে যায় এলাকার লোকজন। পাশাপাশি যায় রেল পুলিশ।

Malda: বাদুড়িয়ার পর এবার মালদহ, ফের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু
মৃত্যু পরিযায়ী শ্রমিকেরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 27, 2025 | 4:10 PM

মালদহ: মহারাষ্ট্রে কাজে গিয়ে খুন বাদুড়িয়ার বাঙালি পরিযায়ী শ্রমিক। সেই নিয়ে  জোর জল্পনা চলছে। তার মধ্যেই এবার ফের একবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ট্রেনের ধাক্কায় মৃত পরিযায়ী শ্রমিক। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে তদন্তে পুলিশ। যদিও প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই সন্দেহ। ঘটনা মালদার গাজোলের।

গাজোলের হজরতপুর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিক জীবন মাহাতোর। বাড়ি গাজোলের মাঝড়া গ্রামে। বছর দুই হল জীবনের বিয়ে হয়েছে নিজের বাড়ির অমতে। তাই গাজোলের শান্তি মোড়ে কাছে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকতেন জীবন। নিজের মা বাবার সঙ্গে সুসম্পর্ক ছিল না, বিয়ে নিয়ে অমতের জন্যে। এই নিয়েই কি অবসাদ? এই প্রশ্ন উঠছে। তবে বছরের বেশিরভাগ সময়ই ভিন রাজ্য কাটত স্বামী স্ত্রী দুজনেরই। যেহেতু দুজনেই পরিযায়ী শ্রমিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নবদ্বীপ বালুরঘাটগামী ট্রেনটি নির্দিষ্ট সময়ে একলাখি স্টেশন ছাড়ার পর বালুরঘাটের দিকে যেতেই হযরতপুর এলাকায় এই ঘটনা ঘটে। এরপর ছুটে যায় এলাকার লোকজন। পাশাপাশি যায় রেল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক খবর পেয়ে ছুটে যান তাঁর স্ত্রী ও আত্মীয়রা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। আরপিএফ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।