AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: মাঝির ছদ্মবেশে নৌকায় লুকিয়ে পুলিশ… মালদহে মাঝনদীতে নাটকীয় ‘অপারেশন’

Police Operation: মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের কাছে খবর ছিল, ঝাড়খন্ড থেকে তিনজন দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে মালদহে পাচার করতে আসছিল। সেই খবর পেয়েই মাঝি সেজে মাঝনদীতে নৌকায় লুকিয়ে পড়ে পুলিশ। অস্ত্র ভরা নৌকা এগোতেই পুলিশ আটকায়।

Malda: মাঝির ছদ্মবেশে নৌকায় লুকিয়ে পুলিশ... মালদহে মাঝনদীতে নাটকীয় 'অপারেশন'
Image Credit: AI Generated Image
| Edited By: | Updated on: Jan 28, 2026 | 8:52 PM
Share

মালদহ: দিনের আলোয় নদীর উপর দিয়ে এগিয়ে আসছে নৌকা। সেদিকেই চোখ রেখে ঘাপটি মেরে বসে আছে পুলিশ। বুঝতে পেরেই পরপর গঙ্গায় ঝাঁপ দু’জনের। রীতিমতো নাটকীয় পরিস্থিতি। মালদহে গোপন খবর পেয়ে অপারেশন চালাল পুলিশ। তাতেই ধরা পড়ল একের পর এক আগ্নেয়াস্ত্র। উদ্ধার হল সেভেন এম এম পিস্তল, ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি।

গঙ্গার বুকে মাঝি সেজে জলপথে এভাবেই আন্তঃরাজ্য আগ্নেয়াস্ত্র পাচার রুখল পুলিশ। পাকড়াও ঝাড়খন্ডের এক দুষ্কৃতী। তার কাছ থেকে উদ্ধার প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র। মাঝির ছদ্মবেশে নৌকায় চেপে জলপথে নজরদারি চালাচ্ছিল মালদহ জেলা পুলিশের টিম। সেখান থেকেই উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রগুলি। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এখনও।

মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের কাছে খবর ছিল, ঝাড়খন্ড থেকে তিনজন দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে মালদহে পাচার করতে আসছিল। সেই খবর পেয়েই মাঝি সেজে মাঝনদীতে নৌকায় লুকিয়ে পড়ে পুলিশ। অস্ত্র ভরা নৌকা এগোতেই পুলিশ আটকায়। একজনকে গ্রেফতার করা হয়। ধৃতের দুই সঙ্গী গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পালিয়ে যায়।

মালদহ পুলিশের স্পেশাল টিম মালদহের চর বাবুপুর এলাকায় গঙ্গা নদীতে নজরদারি চালায় বলে জানা গিয়েছে। ধৃতের নাম সাব্বির সেখ, বয়স ২১ বছর, বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানা এলাকায়। বাকি অভিযুক্তদের নাম সামনে আনেনি পুলিশ। এই ঘটনায় সাব্বির পুলিশের জালে ধরা পড়লেও, তার দুই সঙ্গী গঙায় ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পালিয়ে যায়। কোনও বড় চক্র যুক্ত আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Large Image Arms

উদ্ধার হওয়া অস্ত্র