Gani Khan Chowdhury: মালদায় এখনও ভরসা তিনিই, জন্মদিনে গনিখানকে নিয়ে দড়ি টানাটানি কংগ্রেস-তৃণমূলের

Subhotosh Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Nov 01, 2023 | 8:37 PM

Gani Khan Chowdhury: তবে খানিক অন্য ছবি দেখা মিলেছে কোতোয়ালিতে। সেখানে আবার একইসঙ্গে সাড়ম্বরে গনিখান চৌধুরীর জন্মদিন পালন করল কংগ্রেস-তৃণমূল। ছিলেন গনি খান চৌধুরীর ভাগ্নি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নুর।

Gani Khan Chowdhury: মালদায় এখনও ভরসা তিনিই, জন্মদিনে গনিখানকে নিয়ে দড়ি টানাটানি কংগ্রেস-তৃণমূলের
জন্মদিনেও রাজনীতি!
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মালদহ: মৃত্যুর পরেও এখন যে স্বমহিমায় তিনি বেঁচে আছেন রাজনীতির আঙিনায়, তার প্রমাণ আরও একবার মিলল। তাও আবার জন্মদিন পালন নিয়ে দড়ি টানাটানির মধ্য দিয়ে। কথা হচ্ছে বাংলা তথা উত্তরবঙ্গের প্রথ্যাত রাজনীতিবিদ গনিখান চৌধুরীকে নিয়ে। কে আগে পালন করবে তাঁর জন্মদিন, এদিন দিনভর তা নিয়েই দড়ি টানাটানি চলল মালদহে। জিতল কে? কংগ্রেস নাকি তৃণমূল? 

এদিন সকলেই রথবাড়িতে দেখা যায় দ্রুত গনিখান চৌধুরীর মূর্তি দখল করে নিল তৃণমূল কংগ্রেস। কংগ্রেসকে তুলোধনা করে গরমাগরম বক্তব্যও রাখলেন তৃণমূল নেতারা। করা হল মাল্যদান। যদিও পরে আবার ওই জায়গায় দখল নেয় কংগ্রেস। তাঁরা সাড়ম্বরে গনিখান চৌধুরীর মূর্তিতে মাল্যদান করে তাঁর জন্মদিন পালন করেন। 

তবে খানিক অন্য ছবি দেখা মিলেছে কোতোয়ালিতে। সেখানে আবার একইসঙ্গে সাড়ম্বরে গনিখান চৌধুরীর জন্মদিন পালন করল কংগ্রেস-তৃণমূল। ছিলেন গনিখান চৌধুরীর ভাগ্নি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নুর। যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ। ছিলেন গনিখান চৌধুরীর ভাই ডালুবাবু তথা আবু হাসেম খান চৌধুরী। তিনি আবার দক্ষিণ মালদহের কংগ্রেসের সাংসদ। ছিলেন গনিখান চৌধুরীর ভাইপো ইশা খান চৌধুরী। তিনি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক। এদিন সকলে মিলে একইসঙ্গে গনিখান চৌধুরীর মাজারে মাল্যদানও করেন। রাতে একসঙ্গে খাওয়া-দাওয়ার আয়োজনও করা হয়েছে বলে খবর।

 

Next Article