
মালদহ: রাস্তা না পুকুর। রাস্তায় মাছ ধরার জাল ফেলে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার লক্ষ লক্ষ মানুষ। প্রচুর যানবাহনও যাওয়া-আসা করে। অথচ সেই রাস্তার বেহাল দশা। বারবার বলেও কোনও লাভ হচ্ছে না।
মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পারো গ্রামের রাস্তা বেহাল। স্থানীয়দের অভিযোগ,পশ্চিম পারো এলাকায় প্রায় ২০০ মিটার রাস্তা দীর্ঘ পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তার পাথর উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। গর্তগুলো জলাশয়ে পরিনত হয়েছে।
চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তা দিয়ে যেতে পারে না অ্যাম্বুলেন্স। সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং প্রসূতিদের। সমস্যার কথা বহুবার জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে। কিন্তু মেলেনি কোনও প্রতিকার।
হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল বলেন, স্থানীয় বাসিন্দারা রাস্তার দু’পাশে উঁচু করে আল বেঁধে রেখেছে। জায়গা দিয়ে কেউ জল নিকাশ হতে দিচ্ছে না। রাস্তাটি সংস্কারের জন্য জেলায় জানানো হয়েছে। নিকাশি নালার জন্য প্রধানকে বলা হয়েছে।