Maldah Robbery: চাঁচলে সোনার দোকানে ডাকাতির তদন্তে CID

Maldah: ২৫ ডিসেম্বরের সন্ধ্যার ঘটনা। বড়দিনের উৎসবে মেতে রাজ্যবাসী। ভরসন্ধ্যায় চাঁচল বাজারে লোকজনের ভিড়। এরইমধ্যে একটি সোনার দোকানে ডাকাতদল ঢুকে লুঠপাট চালায়। মাথায় হেলমেট, কারও মাথায় টুপি, মুখ ঢাকা, হাতে পিস্তল। সেই পিস্তল উঁচিয়ে ধরে একের পর এক গয়না ব্যাগে, পকেটে ভরতে থাকে তারা।

Maldah Robbery: চাঁচলে সোনার দোকানে ডাকাতির তদন্তে CID
মালদহে সোনার দোকানে ডাকাতিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2023 | 7:47 PM

মালদহ: সোনার দোকানে ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করল সিআইডি। চাঁচলে সোনার দোকানে ঘটে যাওয়া দুঃসাহসিক ডাকাতির কিনারা করতে বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি টিম। সিআইডির আধিকারিকরা ঘটনাস্থলে খতিয়ে দেখেন। রাজ্যের সিআইডির ডিআরবিটি সেলের তদন্তকারীরা এদিন চাঁচলে যান। ৫ জন তদন্তকারী ছিলেন এই বিশেষ দলে। ঘণ্টাখানেক তাঁরা সোনার দোকানে ছিলেন। নানা জিনিসপত্র খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন দোকানের ম্যানেজার। থাকতে বলা হয় কর্মীদেরও।

২৫ ডিসেম্বরের সন্ধ্যার ঘটনা। বড়দিনের উৎসবে মেতে রাজ্যবাসী। ভরসন্ধ্যায় চাঁচল বাজারে লোকজনের ভিড়। এরইমধ্যে একটি সোনার দোকানে ডাকাতদল ঢুকে লুঠপাট চালায়। মাথায় হেলমেট, কারও মাথায় টুপি, মুখ ঢাকা, হাতে পিস্তল। সেই পিস্তল উঁচিয়ে ধরে একের পর এক গয়না ব্যাগে, পকেটে ভরতে থাকে তারা। দোকান প্রায় ফাঁকা করে বেরিয়ে আসে সেখান থেকে।

বাইকে চেপে শূন্যে গুলি চালিয়ে এলাকা ছাড়ে তারা। ৫ মিনিটের অপারেশনে দোকান ফাঁকা। সেই ভিডিয়ো সামনে আসতেই হইচই পড়ে যায়। গত কয়েক মাসে রাজ্যের একাধিক জেলায় একাধিক সোনার দোকানে দুষ্কৃতী তাণ্ডব চলেছে। স্বর্ণব্যবসায়ীরাও এর প্রতিবাদে সরব হন। মালদহের চেম্বার অব কমার্স ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, এই ঘটনার দ্রুত বিচার না হলে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবে তারা।