মালদহ: স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ছুরির কোপ। জানা গিয়েছে, এক যুবক এসে ছাত্রীর গলায় ছুরির কোপ বসায়। গোটা ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পলাতক অভিযুক্ত যুবক। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দাবি, নাবালিকাকে বারবার প্রেমের প্রস্তাব দিত অভিযুক্ত যুবক। রাজি না হওয়ায় ছুরির কোপ বসিয়ে দেয়।
মালদহের পুরাতন মালদার আট মাইল এলাকার ঘটনা। আহত পড়ুয়ার নাম সুদীপা স্বর্ণকার (১৩)। বাড়ি গোয়ালপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, সুদীপা একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। প্রতিদিনের মতো আজও স্কুল ছুটির পর দিদির সঙ্গে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় অভিযুক্ত যুবক তাঁকে অতর্কিতে ছুরি দিয়ে হামলা চালায়। সুদীপার দিদি ছায়া স্বর্ণকার জানান, “বোনু ওকে আগেই দেখতে পেয়েছিল। তখনই আমায় বলেছিল দিদি তাড়াতাড়ি পা চালা। ওই ছেলেটা আসছে। আমি আর ও জোরে জোরে হাঁটছিলাম। এরপর ছেলেটা এসে বোনুকে ফেলে দিল। তারপর পিছন থেকে ধরে ওর গলা ছুরি দিয়ে কাটতে লাগল।”
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই ওই যুবক সুদীপাকে উত্তক্ত্য করছিলেন। নাবালিকাকে প্রেমের প্রস্তাব ও দিয়েছিল। ওকে জোর করত যাকে ভালবাসে। কিন্তু তা না হওয়ায় এমন নৃশংস ঘটনা। এই ঘটনার পর আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে। তবে এলাকাবাসীকে আসতে দেখে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার চাউর হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি জখম স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ব্যবস্থা করেন। আপাতত মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে ওই স্কুলছাত্রী।