Malda: দানবের মতো চেহারার দুই ষাঁড়ের লড়াই মালদার ইংরেজবাজারে, ভয়ঙ্কর পরিণতি পথচলতি চারজনের

Malda Bull Fight: বৃহস্পতিবার সকালেও বাজারে মানুষজনের ভিড় ছিল যথেষ্ট। তারই মধ্যে এদিন দুই ষাঁড়ের তাণ্ডব।

Malda: দানবের মতো চেহারার দুই ষাঁড়ের লড়াই মালদার ইংরেজবাজারে, ভয়ঙ্কর পরিণতি পথচলতি চারজনের
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 11:26 AM

মালদা: সাতসকালে দুই ষাঁড়ের তাণ্ডব (Bull Fight)। আর তার জেরেই গুরুতর আহত চারজন। আহতদের মধ্যে রয়েছেন তিন মহিলাও। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার (Malda) ইংরেজবাজারে। সেখানে সদরঘাট বাজার এলাকায় দুই ষাঁড়ের তাণ্ডবে আহত চারজনকে ইতিমধ্য়েই চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College) নিয়ে যাওয়া হয়েছে। সদরঘাট বাজারটি হল এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা। প্রতিদিন বহু মানুষ এখানে বাজার করতে আসেন সকালে। বৃহস্পতিবার সকালেও বাজারে মানুষজনের ভিড় ছিল যথেষ্ট। তারই মধ্যে এদিন দুই ষাঁড়ের তাণ্ডব বাজারের মধ্যেই। আর তাতেই হুলুস্থূল কাণ্ড বাজারের মধ্যে। গুরুতর আহত হয়েছেন চারজন।

প্রত্যক্ষদর্শীরাও এই ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা জানাচ্ছেন, এই বাজার এলাকায় একটি ষাঁড় আগে থেকেই ছিল। সেই ষাঁড় এতদিন কারও কোনও ক্ষতি করেনি। শান্তই থাকত। বাজার এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন পড়ে থাকা খাবার খেত। কিন্তু এদিন সকালে অন্য পাড়া থেকে একটি ষাঁড় এলাকায় চলে আসে। আর তাতেই ক্ষেপে যায় বাজার এলাকার ষাঁড়টি। তেড়ে যায় অন্য পাড়া থেকে আসা নতুন ষাঁড়টির দিকে। আর সেই সময়ই গুরুতর আহত হন চারজন।

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পথচলতি সাধারণ মানুষের মনে। প্রত্যক্ষদর্শী এক মহিলা জানাচ্ছেন, একটি ষাঁড় বাজার এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা আলু খাচ্ছিল। সেই সময় অন্য একটি ষাঁড় তেড়ে আসে প্রথম ষাঁড়টির দিকে। দুই ষাঁড়ের লড়াই শুরু হয়। আর জোড়া ষাঁড়ের তাণ্ডবের চোটে প্রথমেই তিনজন পথচলতি মানুষ তিনদিকে ছিটকে পড়ে যান। একজন সোজা ছিটকে গিয়ে পড়েন একটি মাছের দোকানের উপর। পরে আরও একজন আহত হন। সবমিলিয়ে চারজন গুরুতর আহত হয়েছেন ওই ঘটনায়। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

বিস্তারিত আসছে…