Malda: সিঙ্গুরের ছায়া এবার রতুয়ায়, জমি আন্দোলন ঘিরে তপ্ত হচ্ছে মালদহ

Subhotosh Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Jan 20, 2024 | 1:06 PM

Malda: এই এলাকায় আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। জল জীবন মিশন প্রকল্পের হাত ধরে রতুয়া ১ ও রতুয়া ২ এবং চাঁচল ২ ব্লক এলাকায় বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার লক্ষ্য়মাত্রা নিয়ে পুরোদমে শুরু হয়েছে কাজ। তাতেই পাকিয়েছে জট।

Malda: সিঙ্গুরের ছায়া এবার রতুয়ায়, জমি আন্দোলন ঘিরে তপ্ত হচ্ছে মালদহ
জমি আন্দোলন ঘিরে তপ্ত রতুয়া
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মালদহ: অধিগ্রহণ না করেই বলপূর্বক জমি ঘিরে কাজ শুরু হয়ে গিয়েছে। বড়সড় অভিযোগ পিএইচই দফতরের বিরুদ্ধে। নায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। অভিযোগ, সরকারি প্রকল্পকে সামনে রেখে এলাকায় ময়দানে নেমে পড়েছে দালালরা।  তাতেই কৃষকদের মধ্যে দানা বাঁধছে বিক্ষোভ। দ্রুত সমস্যার সমাধান না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। জমিজটকে কেন্দ্র করে তপ্ত  রতুয়া-১ ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের নাকাট্টি ব্রিজ সংলগ্ন এলাকা। ঘটনাকে কেন্দ্র করে যেভাবে আন্দোলন মাথাচাড়া দিচ্ছে তাতে অনেকেই আবার সিঙ্গুরের জমি আন্দোলনের ছায়া দেখতে পারছেন।

প্রসঙ্গত, এই এলাকায় আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। জল জীবন মিশন প্রকল্পের হাত ধরে রতুয়া ১ ও রতুয়া ২ এবং চাঁচল ২ ব্লক এলাকায় বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার লক্ষ্য়মাত্রা নিয়ে পুরোদমে শুরু হয়েছে কাজ। সূত্রের খবর, প্রায় ১৩ একর জমির উপর এই কাজ হওয়ার কথা। অভিযোগ, সঠিকভাবে অধিগ্রহণ না করেই চলছে কাজ। সক্রিয় হয়েছে দালাল চক্র। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিএইচই দফতরের সঙ্গে মিলে গিয়েছে দালালরা। যে কৃষকদের জমি নেওয়া হচ্ছে তাঁদের ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে নিচ্ছে। 

অভিযোগ, স্পষ্টভাবে অধিগ্রহণের কোনও কাজই হয়নি। তার আগেই কাজ শুরু করে দিয়েছে পিএইচই দফতর। অথচ কৃষকদের নায্যমূল্য দেওয়া হচ্ছে না। এখানেই জমি রয়েছে স্থানীয় বাসিন্দা সুধীর কুমার মণ্ডলের। তিনি বলছেন, “আমাদের জমি ঘিরে নেওয়া হয়েছে। আমরা বাধা দিলেও শোনা হচ্ছে না। বাধা উপেক্ষা করে জমি ঘেরার কাজ চলছে। আমরা চাই নিয়ম মেনে সব কাজ হোক। দালালদের হস্তক্ষেপ চাই না। জমি নিলে নায্যমূল্য দিতে হবে। অন্যথায় এখানে কোনও কাজ হতে আমরা দেব না। আমরা ইতিমধ্যেই বিষয়টি থানায় জানিয়েছি।”

Next Article