Malda: আম নিয়ে ফেরা হল না বাড়ি! মাঝপথেই গুলিবিদ্ধ টোটো চালক

Malda: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতের নাম আমির শেখ। তার বাড়ি কালিয়চক থানার অন্তর্গত গোলাপগঞ্জ এলাকায়। এদিন মোজমপুর হয়ে নিজের বাড়ির দিকে আসছিলেন তিনি।

Malda: আম নিয়ে ফেরা হল না বাড়ি! মাঝপথেই গুলিবিদ্ধ টোটো চালক
উদ্বিগ্ন পরিবার Image Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jun 16, 2025 | 9:39 AM

মালদা: ফের উত্তেজনা। মালদা যেন পরিণত হয়েছে বন্দুকরাজে। অস্ত্র নিয়ে চলছে সর্বত্র দাপাদাপি। এবার সেই দৌরাত্ম্যের শিকার এক টোটো চালক। তিনি গোটা ঘটনায় জড়িত নন। চেনেন না উভয় পক্ষের কাউকেই। কিন্তু তারপরেও দুই গোষ্ঠীর সংঘর্ষের মাশুল গুনতে হল এই টোটো চালককে।

ঘটনা মালদার মোজমপুরের। সোমবার সেখানে একেবারে প্রকাশ্যে মাঝরাস্তায় বন্দুক হাতে সংঘর্ষে মেতেছিল দুই দুষ্কৃতী গোষ্ঠী। সেই সময়েই ওখানে রাস্তা পার করছিলেন এক টোটো চালক। দুই গোষ্ঠীর বেপরোয়া গুলির লড়াইয়ের মাঝে পড়ে যান তিনি। হন গুলিবিদ্ধ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতের নাম আমির শেখ। তার বাড়ি কালিয়চক থানার অন্তর্গত গোলাপগঞ্জ এলাকায়। এদিন মোজমপুর হয়ে আম নিয়ে নিজের বাড়ির দিকে আসছিলেন তিনি। তখন বাসস্ট্যান্ডের কাছে দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে যান আমির। বেশ কয়েকটি গুলি ছেদ করেছে তার টোটোর সামনে কাচ। গুলির দাগ রয়েছে টোটোর অন্যান্য অংশেও।

এদিন গুলির লাগার পরেই জখম অবস্থাতেই পরিবার-পরিজনকে খবর দেন আমির। সেই সময়ই তাকে উদ্ধার করতে পৌঁছে যায় তার বাড়ির লোকজন। মোজমপুর থেকে উদ্ধার করে আমিরকে নিয়ে যাওয়া সিলামপুরের একটি গ্রামীণ হাসপাতালে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে রেফার করে তাকে পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজে। সেখানে সাময়িক চিকিৎসা হওয়ার পর পরিবারের উদ্যোগেই তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। আপাতত সেখানে চিকিৎসাধীন আমির।

ইতিমধ্যে কালিয়াচক থানা অজ্ঞাত পরিচয়ের দুই গোষ্ঠীর বিরুদ্ধে দায়ের হয়েছে লিখিত অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত চলছে। এখনও অভিযুক্তদের পাকড়াও করা সম্ভব হয়নি।