
মালদহ: রাজ্যে এসআইআর চলাকালীন ভোটার তালিকায় গরমিল! জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে নাম। জীবিত ব্যক্তির ভোটার তালিকায় তাঁর নামের পাশে লেখা রয়েছে ‘ডিলিটেড’। অথচ বিগত লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন তিনি। মালদহের চাঁচল শহরের থানাপাড়া এলাকার ঘটনা। চিন্তায় ঘুম উড়েছে ওই ব্যক্তির। গোটা বিষয়টি নিয়ে জেলা নির্বাচন কমিশনের দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। ঘটনা সামনে আসতেই একে অপরের দিকে দায় ঠেলছে তৃণমূল ও বিজেপি।
জানা গিয়েছে, মালদহের চাঁচল থানাপাড়ার বাসিন্দা শ্যামল দাস। তিনি পেশায় একজন ভ্যানচালক। সম্প্রতি ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তাঁর চক্ষুচড়ক গাছ। ভোটার তালিকায় শ্যামল দাসকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। তাঁর নামের পাশে লেখা রয়েছে ‘ডিলিটেড’। অথচ ২০২৪ এর লোকসভা নির্বাচনে তিনি ভোট দিয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু হঠাৎ করে ভোটার তালিকায় তাকে মৃত হিসেবে দেখানো হচ্ছে!
এই ঘটনার পর কার্যত হতাশাগ্রস্থ হয়ে পড়েন শ্যামল দাস। গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দফতরে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন তিনি। সরকারি আধিকারিকদের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন তিনি। আর গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ২০০২-এর ভোটার তালিকায় নাম থাকলে আর কোনও নথি দেখাতে হবে না। যদি নিজের নাম না থাকে, ভোটার তালিকায় বাবা বা মায়ের নাম থাকলে একটি নথি দেখাতে হবে।
বিজেপির দাবি, এভাবে নাম বাদ দেওয়া আদতে তৃণমূলের ষড়যন্ত্র। এদিকে, তৃণমূলের দাবি, তড়িঘড়ি কেন্দ্রীয় সরকার এসআইআর ঘোষণা করে ঠিক করেনি।