Tajmul Hossain: নাম-বাবার নামে অসঙ্গতি, নোটিস পেলেন সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী তাজমুল হোসেন

SIR Notice: হরিশ্চন্দ্রপুরের তিনবারের বিধায়ক তাজমুল। জানা গিয়েছে, তাঁর নাম ও বাবার নামের মধ্যে অসঙ্গতি থাকার কারণেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে। তাঁর দাবি তিনি যথার্থ নথি দিয়েছেন, কিন্তু সন্তুষ্ট হয়নি কমিশন। সেই কারণেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে।

Tajmul Hossain: নাম-বাবার নামে অসঙ্গতি, নোটিস পেলেন সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী তাজমুল হোসেন
তাজমুল হোসেনImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 19, 2026 | 12:40 PM

মালদহ: এবার রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এসআইআর-এর শুনানিতে নোটিস দিল নির্বাচন কমিশন। বিজেপির বিরুদ্ধে হয়রানি এবং চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। শুরু হয়েছে তরজা। এই মুহূর্তে রাজ্য জুড়ে এসআইআর-এর শুনানি চলছে। মালদহ জেলার কয়েক লক্ষ মানুষের কাছে শুনানির নোটিস গিয়েছে। হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকারও বহু মানুষের কাছে শুনানির নোটিস গিয়েছে ইতিমধ্যেই। এবার ওই বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী খোদ তাজমুল হোসেনের কাছেই গেল শুনানির নোটিস।

সূত্রের খবর, রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী তাজমুলের পরিবারের সদস্যদের কাছেও নোটিস গিয়েছে। মন্ত্রীর অভিযোগ, বিজেপির চক্রান্তে কমিশন মানুষকে হয়রানি করছে। এসআইআর-এর নাম করে এনআরসির চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এই অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

হরিশ্চন্দ্রপুরের তিনবারের বিধায়ক তাজমুল। জানা গিয়েছে, তাঁর নাম ও বাবার নামের মধ্যে অসঙ্গতি থাকার কারণেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে। তাঁর দাবি তিনি যথার্থ নথি দিয়েছেন, কিন্তু সন্তুষ্ট হয়নি কমিশন। সেই কারণেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে।

তাজমুল হোসেন বলেন, “আমি ২০০৬ সাল থেকে বিধায়ক ভোটে লড়েছি। এই নির্বাচন কমিশন আমার সমস্ত নথি খতিয়ে দেখে, তবেই আমাকে নমিনেশন দিয়েছে। তারপরও আমার নথি চেয়ে নোটিস দেওয়া হয়েছে।” সোশ্যাল মিডিয়াতেও এদিন ক্ষোভ উগরে দেন তিনি। তিনি লিখেছেন, “যে ইলেকশন কমিশনের দ্বারা আমি তিনবারের নির্বাচিত বিধায়ক, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী, এখন সেই ইলেকশন কমিশন SIR-এর নামে আমি বৈধ ভোটার কি না, তা যাচাই করবে? বাংলায় বিজেপিকে নির্বাচিত করার ইলেকশন কমিশনের সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্রের জবাব দেবে বাংলার মানুষ।”