
মালদহ: কাজে গিয়েছিলেন কেরলে। সেখানেই দোতলা বাড়ি ভেঙে মর্মান্তিক পরিণতি বাংলার তিন পরিযায়ী শ্রমিকের। ঘুমন্ত অবস্থাতেই প্রাণ চলে গেল তিনজনের। মৃত্যু হয়েছে আলিম শেখ (৩০), রবিউল ইসলাম (২১) ও রবিউল শেখের (১৯)। বাড়ি মালদহের কালিয়াচক তিন নম্বর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুম্ভিরা ও পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এর মধ্যে আলিম কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের গোদোনটোলা গ্রামের বাসিন্দা ও দুই রবিউল পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের জায়েদ হাজি পাড়ার বাসিন্দা পাড়ার বাসিন্দা। শোকের ছায়া গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, ১৫ দিন আগে কেরলের ত্রিশূল জেলার কোডাকারায় শ্রমিকের কাছে গিয়েছিলেন তাঁরা। সেখানেই তাঁরা একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। রাতে সেই দোতলা বাড়িই ভেঙে পড়ে এই মর্মান্তিক কাণ্ড। তাঁদের সঙ্গে অন্য ঘরে ছিলেন আরও ৯ জন। প্রত্যেকেই কম-বেশি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ছুটে আসে দমকল। জোরকদমে শুরু হয় উদ্ধার কাজ। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। বর্তমানে আহতদের সকলেরই একটি নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে। সূত্রের খবর, ৯ আহতের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। স্থানীয় সূত্রে খবর, বাড়িটির অবস্থা একদমই ভাল ছিল না। বেশ কিছুদিন ধরেই পরিযায়ী শ্রমিকরা সেখানে ভাড়ায় থাকছিলেন। বারবার সংস্কারের কথা বললেও তা কানে তোলেননি বাড়ির মালিক। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।