BJP MP Khagen Murmu: মহিলারা খগেন মুর্মুকে চেপে ধরুন, নিদান দিলেন তৃণমূলের নেত্রী

Subhotosh Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Jan 30, 2024 | 9:03 AM

Malda: মঞ্চে বক্তব্য রাখার সময়ই অর্পিতা ঘোষ বলেন, "উত্তর মালদহে বিজেপির সাংসদ খগেন মুর্মু আছে না, আসলে এবার ধরুন তাঁকে চেপে। বাংলার প্রতিটি মেয়ে, মায়ের কাছে এই বক্তব্য পৌঁছে দেবেন। বাড়িতে ঢুকলে একদম বেরোতে দেবেন না। দেখি কী করে। খালি বড় বড় কথা। কোন সুবিধা মানুষকে এনে দিয়েছেন?"

BJP MP Khagen Murmu: মহিলারা খগেন মুর্মুকে চেপে ধরুন, নিদান দিলেন তৃণমূলের নেত্রী
বিজেপি সাংসদ খগেন মুর্মু
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদহ: কেন্দ্র সরকার এ রাজ্যের মানুষের জন্য কিছুই করেনি বলে বারবার অভিযোগ তোলে তৃণমূল। এবার সেই অভিযোগকে সামনে রেখে বিজেপি সাংসদকে চেপে ধরার নিদান দিলেন তৃণমূলের নেত্রী তথা প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। মালদহ টাউন হলে তৃণমূল কংগ্রেসের সংঘবদ্ধ শপথ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ বলেন, ৫ বছর ধরে সাংসদ আছেন। অথচ না মহিলাদের উন্নয়ন করেছেন, না সার্বিক উন্নয়ন।

মঞ্চে বক্তব্য রাখার সময়ই অর্পিতা ঘোষ বলেন, “উত্তর মালদহে বিজেপির সাংসদ খগেন মুর্মু আছে না, আসলে এবার ধরুন তাঁকে চেপে। বাংলার প্রতিটি মেয়ে, মায়ের কাছে এই বক্তব্য পৌঁছে দেবেন। বাড়িতে ঢুকলে একদম বেরোতে দেবেন না। দেখি কী করে। খালি বড় বড় কথা। কোন সুবিধা মানুষকে এনে দিয়েছেন?”

এর পাল্টা সমালোচনা করেছেন খগেন মুর্মু। সাংসদের বক্তব্য, “উনি আসলে ভাবছেন মানুষ ওনাদের কাছে কৈফিয়ৎ চাইবে কেন তৃণমূল বাংলায় এত চুরি করছে? কেন্দ্রের টাকা লুঠ করছে কেন? তৃণমূলের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ ভাবছেন তাঁকে নিয়ে মানুষ এরকম আলোচনা করছে। উনি বুঝতে পেরেছেন তাঁর সঙ্গে এটা হতে পারে। তাই তিনি সেটা অন্যের উপর চাপাতে চাইছেন। তবে তৃণমূলের লোকেরাই ওদের উপর বিরক্ত।”

Next Article
Fraud Case: রাহুল গান্ধী বঙ্গে পা রাখতেই কেলেঙ্কারিতে ধরা পড়লেন হেভিওয়েট কংগ্রেস নেতা
Maldah: বাড়ির গলি দিয়ে হেঁটে বেরিয়ে যায়, মুখ্যমন্ত্রীর সফরের আগেই রহস্যজনকভাবে নিখোঁজ নাবালিকা