Abdur Rahim Bakshi: খগেন মুর্মুর জিভ টেনে ছিঁড়ে ফেলার নিদান আবদুর রহিম বক্সী

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 21, 2023 | 5:04 PM

Abdur Rahim Bakshi: ফেরার পথে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শোনেন তিনি। এক বৃদ্ধ গ্রামের ভিতরে পাকা রাস্তার দাবি জানান। তাঁকে রাস্তা হয়ে যাওয়ার আশ্বাসও দেন আবদুর রহিম। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাস্তা তৈরি ইস্যু নিয়ে সরব হন তিনি।

Follow Us

মালদহ: নির্বাচনের আগে কুকথা বুলি ছুটছে যেন নেতা-মন্ত্রীদের মুখে-মুখে। সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বাড়ি থেকে বের করে বিরোধীদের পেটানোর নিদান দিয়েছিলেন। আর একদিন যেতে না যেতেই প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি নেতাদের জিভ কেটে নেওয়ার নিদান দিলেন তৃণমূল জেলা সভাপতি আবদুর রহিম বক্সী।

এ দিন, বামনগোলার মালডাঙা গ্রামে মামনী রায়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে এ হেন হুমকি দিতে দেখা যায় তৃণমূল নেতাকে। বস্তুত, ওই এলাকায় জ্বরে এক শিশু মারা যায়। এ দিন তাঁর বাড়িও গিয়েছিলেন তৃণমূল নেতা। ফেরার পথে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শোনেন তিনি। এক বৃদ্ধ গ্রামের ভিতরে পাকা রাস্তার দাবি জানান। তাঁকে রাস্তা হয়ে যাওয়ার আশ্বাসও দেন আবদুর রহিম। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাস্তা তৈরি ইস্যু নিয়ে সরব হন তিনি। কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলে ধরেন। এরপর অভিযোগ করে বলেন, খগেনবাবুরা কমিশনের টাকা বিক্রি করেছে কনডাক্টরদের কাছে। সেই টাকার হিসাব দিতে হবে।” এরপরই এ কথা ও কথা বলতে গিয়ে বিজেপি বিধায়ক খগেন মুর্মুকে আক্রমণ শানান। তিনি বলেন, “যে মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা কথা বলেছেন, বড় বড় আওয়াজ তুলছেন, যে মুখ দিয়ে মিথ্যা কথা বলছেন মানুষ এবার সেই জিভ টেনে ছিড়ে প্রমাণ করবে তাঁরা আপনাদের সঙ্গে নেই।”

উল্লেখ্য, গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহারে নিশীথ প্রামাণিকের গড়ে গিয়ে হুমকি দিয়ে বলেছিলেন, কেউ সন্ত্রাশের বাতাবরণ তৈরি করতে চাইলে বাড়ি থেকে বের করে পেটান হবে। ভোটের আগে বিরোধীদের আটকাতে জনসংযোগের পাশাপাশি কাদা ছোড়াছুড়ি যে শুরু হয়েছে বলাই চলে।

মালদহ: নির্বাচনের আগে কুকথা বুলি ছুটছে যেন নেতা-মন্ত্রীদের মুখে-মুখে। সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বাড়ি থেকে বের করে বিরোধীদের পেটানোর নিদান দিয়েছিলেন। আর একদিন যেতে না যেতেই প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি নেতাদের জিভ কেটে নেওয়ার নিদান দিলেন তৃণমূল জেলা সভাপতি আবদুর রহিম বক্সী।

এ দিন, বামনগোলার মালডাঙা গ্রামে মামনী রায়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে এ হেন হুমকি দিতে দেখা যায় তৃণমূল নেতাকে। বস্তুত, ওই এলাকায় জ্বরে এক শিশু মারা যায়। এ দিন তাঁর বাড়িও গিয়েছিলেন তৃণমূল নেতা। ফেরার পথে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শোনেন তিনি। এক বৃদ্ধ গ্রামের ভিতরে পাকা রাস্তার দাবি জানান। তাঁকে রাস্তা হয়ে যাওয়ার আশ্বাসও দেন আবদুর রহিম। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাস্তা তৈরি ইস্যু নিয়ে সরব হন তিনি। কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলে ধরেন। এরপর অভিযোগ করে বলেন, খগেনবাবুরা কমিশনের টাকা বিক্রি করেছে কনডাক্টরদের কাছে। সেই টাকার হিসাব দিতে হবে।” এরপরই এ কথা ও কথা বলতে গিয়ে বিজেপি বিধায়ক খগেন মুর্মুকে আক্রমণ শানান। তিনি বলেন, “যে মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা কথা বলেছেন, বড় বড় আওয়াজ তুলছেন, যে মুখ দিয়ে মিথ্যা কথা বলছেন মানুষ এবার সেই জিভ টেনে ছিড়ে প্রমাণ করবে তাঁরা আপনাদের সঙ্গে নেই।”

উল্লেখ্য, গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহারে নিশীথ প্রামাণিকের গড়ে গিয়ে হুমকি দিয়ে বলেছিলেন, কেউ সন্ত্রাশের বাতাবরণ তৈরি করতে চাইলে বাড়ি থেকে বের করে পেটান হবে। ভোটের আগে বিরোধীদের আটকাতে জনসংযোগের পাশাপাশি কাদা ছোড়াছুড়ি যে শুরু হয়েছে বলাই চলে।

Next Article