মালদা: ডিসেম্বরের ‘অকাল বৃষ্টির’ হাত ধরে শীত ফিরেছে বাংলায়। আজও সারাদিন রোদ্দুরের দেখা নেই। দিনভর শীতের আমেজ। কিন্তু বঙ্গ রাজনীতি একেবারে ফুটন্ত তেলের মতো গরম। লোকসভা ভোট এগিয়ে আসতেই বঙ্গ রাজনীতির বাতাবরণ তপ্ত হতে শুরু করেছে। চলছে আক্রমণ, প্রতি আক্রমণের পালা। লাগাম ছাড়া হচ্ছে নেতাদের বাক্যবাণও। এবার যেমন শাসক দলের বিধায়কের মুখে শোনা গেল ‘মোষ তাড়ানোর মতো লাঠিপেটা করে’ বিজেপিকে তাড়ানোর হুমকি। শুক্রবার বিকেলে মালতিপুরের বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর গলায় এমনই হুমকির সুর শোনা গেল।
একশো দিনের কাজের বকেয়া টাকা ও আবাসের টাকার দাবিতে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন তৃণমূল নেতারা। শুক্রবার বিকেলেও মালদা শহরে তৃণমূলের তরফে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। কালো পোশাক পরে, থালা বাজিয়ে, মাথায় ডালা, হাতে কোদাল-বেলচা নিয়ে বিক্ষোভ মিছিল করে তৃণমূল। সেই মিছিল শেষের সভা থেকেই বঙ্গ বিজেপির উদ্দেশে এই হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল বিধায়ক। আব্দুর রহিম বক্সী বললেন, “রেডি আছি আমরা। যেভাবে কোনও ধানের জমিতে মোষ ঢুকে গেলে, সেই মোষকে লাঠি দিয়ে তাড়াতে হয়, সেভাবে লাঠিপেটা করে এখান থেকে বিশ্বাসঘাতক বঙ্গ বিজেপিকে তাড়াব আমরা।”
এদিকে তৃণমূল জেলা সভাপতির এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা দিয়েছে জেলা বিজেপি নেতৃত্বও। বিজেপির মালদা জেলা সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় পাল্টা বিঁধে বলেন, “রাজনীতির ময়দান হোক বা অন্যক্ষেত্রে, সব জায়গাতেই তৃণমূলের অপসংস্কৃতি মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। কে কাকে তাড়াবে, সেটা সামনের ভোটেই স্পষ্ট হয়ে যাবে। কুকথা বলা ও দুর্নীতি সবেতেই শিরোপা পেয়েছে তৃণমূল, এটা মানুষের কাছে ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে।”