মালদহ: প্রাতঃভ্রমণে বেরিয়ে আর ফেরা হল না বাড়ি। প্রাণ গেল তিনজনের। মর্মান্তিক দুর্ঘটনা হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ৩১ নম্বর জাতীয় সড়কের কাবুয়ারোড কালীমন্দির এলাকায়। এদিন ভোর বেলায় ৩১ নম্বর জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন গাড়িটির গতি এতই বেশি ছিল যে ধাক্কার তীব্রতায় প্রায় ৫০ মিটার দূরে ছিটকে পড়ে ওই ব্যক্তিদের দেহ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি গাড়ির চালক-সহ আরও দুই। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
মৃত্যু হয়েছে দিলীপ সাহা( ৪৯), ফেকন লাল রাম (৬০),ও চিকিৎসক সুরেশ খৈতান( ৬০) নামে তিন ব্যক্তি। প্রত্যেকের বাড়ি তুলসিহাটা গ্রামে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন দিলীপ সাহার স্ত্রী শ্রাবণী সাহা (৪০) ও এলাকার আর এক বাসিন্দা শংকরপদ কর্মকার (৪৩)। গুরুতরভাবে জখম হয়েছেন গাড়ির চালক মোহাম্মদ হেলাল (৪০)। তাঁর বাড়ি চাঁচলের স্বরুপগঞ্জের বিষণপুর এলাকায়। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
অন্যদিকে ইতিমধ্যেই পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। কী করে ঘটনা ঘটল তা জানার জন্য কথা বলা হচ্ছে এলাকার লোকজনের সঙ্গে। তুলসীহাটা গ্রামের বাসিন্দা অভিজিৎ গুপ্ত বলেন, “রোজই সকালে ওরা হাঁটতে যায়। এদিনও আমাদের গ্রামের ওই পাঁচ জন এসেছিল কাবুয়ারোড এলাকায়। কিন্তু কে জানত সেখানেই তাঁদের জন্য অপেক্ষা করছে বড় বিপদ।” ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।