মালদহ: পুলিশকে মেরে তার হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন একসময়ের বীরভূমের ‘বাঘ’ অনুব্রত মণ্ডল। আপাতত, গরু পাচার মামলায় তাঁর ঠাই হয়েছে জেলে। এবার তাঁরই দলের দু’জন নেতা পুলিশ আধিকারিকদের পিছনে বিচুটি পাতা ঘষে দেওয়ার নিদান। শুধু তাই নয়, পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অশালীন ইঙ্গিত করে প্রকাশ্য মঞ্চে বেলাগাম মন্তব্য তৃণমূল জেলা সহ সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্যের।
মালদহর হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর সদরের শহীদ মোড়ে আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা চলছিল। সেই সভাতেই মঞ্চ থেকে অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্বদের সামনেই পুলিশকে বেলাগাম আক্রমণ করলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলি এবং জেলা তৃণমূলের সহ-সভাপতি বিকাশ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেতা বলেন, “যে সব পুলিশ অফিসার মানুষের জন্য কাজ করছে না তাঁদের বিচুটি পাতা ঘষে দিতে হবে।” তারপর মঞ্চ থেকে স্বপন আলি অভিযোগ করেন, “পুলিশের একাংশ বিরোধীদের হয়ে দালালি করছে। পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল কর্মীদের মিথ্যা মামলা দিয়েছে।” বিকাশ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে তিনিও পুলিশের পিছনে বিছুটি পাতা ঘষে দেওয়ার নিদান দেন। আর এই দুই শাসক নেতার মন্তব্য নিয়েই শোরগোল এলাকায়।
এতদিন বিরোধীরা একরাশ অভিযোগ করতেন পুলিশের বিরুদ্ধে। এবার শাসকেরই রোশের মুখে পুলিশ। পরবর্তীতেও এই দুই নেতা সংবাদমাধ্যমের সামনে তাদের বক্তব্য অনড় থেকেছেন। তবে তৃণমূলের ব্লক সভাপতি তাঁদের বক্তব্যকে তাদের ব্যক্তিগত বক্তব্য বলে দায় এড়িয়ে গিয়েছেন। অন্যদিকে তৃণমূলের এই বক্তব্য নিয়ে বিজেপি নেতা কিষাণ কেডিয়ার কটাক্ষ,”তৃণমূল এই সংস্কৃতিতে অভ্যস্ত। আসলে রাজ্য-জুড়ে ইডির হানা চলছে। হয়ত এরপর হরিশ্চন্দ্রপুরেও আসতে পারে। তাই দুর্নীতিগ্রস্ত নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে।”