মালদহ: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মালদহের দুই পরিযায়ী শ্রমিকের। এর আগেও কয়েকজনের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার ফের দু’জনের মৃত্যুর খবর। একজনের নাম শেখ মোস্তাকিম (৫৩) অপরজনের নাম তৈমুর শেখ (২২)। এদের মধ্যে একজন মালদহর ইংরেজবাজার থানার অন্তর্গত শোভানগর অঞ্চলের খুদিবাড়ি গ্রামের বাসিন্দা। অপরজন বৈরগাছি -১ গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামের।
জানা গিয়েছে, শেখ মোস্তাকিম মাত্র বাইশ দিন আগে কাজের জন্য মহারাষ্ট্রে গিয়েছিলেন। কাজও করছিলেন। তবে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। বাড়িতেও জানান। এরপর সেই ব্যথা বাড়তে থাকায় মহারাষ্ট্রেরই একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর। আজ সকাল সাতটার সময় ওই ব্যক্তির মৃতদেহ এসে পৌঁছয় গ্রামে।
অপরদিকে, গাজোলের বাসিন্দা তৈমুর কাজ করতে গিয়েছিলেন লখনউয়ে। টাওয়ারে উঠে কাজের সময় সেখান থেকেই পড়ে যান তিনি। মৃত্যু হয় তাঁর। মৃতের পরিবারের এক সদস্য বলেন, “গত সাত তারিখে গাজোল থেকে টাওয়ারের উপরে বৈদ্যুতিক টাওয়ারের কাজ করছিলাম। সেই সময় ভাই বলেছিল একসঙ্গে খেতে নামব নীচে। তখনই বিদ্যুতের ঝটকা খেয়ে উপর থেকে নীচে পড়ে যান তাঁরা।”