Road Accident: অন্ধকার রাস্তার ধারে মা-মেয়ে, তাঁদের অবস্থায় শিউরে উঠলেন স্থানীয়রা

Malda: পুলিশ সূত্রে খবর, মৃত মায়ের নাম সুদীপ্তা রায় চৌধুরী (৪৫)। মেয়ের নাম সায়নী রায় চৌধুরী (২২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মা-মেয়ে এক আত্মীয়ের সঙ্গে মোটর বাইকে চেপে গাজোলের শ্যামনগর থেকে বাড়ি ফিরছিলেন।

Road Accident: অন্ধকার রাস্তার ধারে মা-মেয়ে, তাঁদের অবস্থায় শিউরে উঠলেন স্থানীয়রা
পথ দুর্ঘটনায় মৃত্যু মা ও মেয়েরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 16, 2024 | 5:55 PM

মালদহ: অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একসঙ্গে মৃত্যু হল মা ও মেয়ের। বাইকে চড়ে এক স্থান থেকে অন্য় স্থানে যাওয়ার পথে চারচাকার গাড়ির সজোরে ধাক্কা। ছিটকে পড়েই ঘটনাস্থলে মৃত্যু হল উভয়ের। এরপরই উত্তেজনা ছড়ায় মালদহের গাজোলের কদুবাড়ি এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃত মায়ের নাম সুদীপ্তা রায় চৌধুরী (৪৫)। মেয়ের নাম সায়নী রায় চৌধুরী (২২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মা-মেয়ে এক আত্মীয়ের সঙ্গে মোটর বাইকে চেপে গাজোলের শ্যামনগর থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় মশালদিঘি ১২নং জাতীয় সড়কে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। পিছন থেকে কোনও এক গাড়ি বাইকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়ে। সেই গাড়ির খোঁজ করছে পুলিশ। মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

মৃতের এক আত্মীয় বলেন, “শিলিগুড়ি থেকে বাড়িতে আত্মীয় এসেছে। সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বের হন। ওরা একজনের গাড়িতে বসেছিল। সম্ভবত টিফিন করবে বলে ঠিক করেছিল। সাড়ে ন’টা নাগাদ খবর পাই ওদের দুর্ঘটনা ঘটেছে।”