Viral Video: রোগীর বুকের উপর নাচ ইঁদুরের, মালদহ মেডিক্যালের ভিডিয়ো ভাইরাল

Subhotosh Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Feb 16, 2023 | 7:10 PM

Malda: প্রথমে ওই বৃদ্ধে পায়ের কাছে কম্বলে ঘোরাফেরা করলেও এরপর একেবারে তাঁর বুকে কাছে চলে আসে ইঁদুরটি। প্রথমে ওই বৃদ্ধ আলতো হাতেই ইঁদুরটিকে ধরার চেষ্টা করছিলেন।

Follow Us

মালদা: কখনও রোগীর পায়ে কখনও আবার মাথার উপরে খেলছে ইঁদুর। কখনও আবার কম্বলের ভিতর ঢুকে আহ্লাদ। এরপর আচমকাই দেখা গেল ইঁদুরের মাথাখানা চেপে ধরেছেন রোগী। মুঠো করে ঘা দিয়ে চলেছেন ইঁদুরটিকে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন দৃশ্য দেখে বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া। অভিযোগ, এই ছবি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের। ইঁদুরের উপদ্রব ঠেকাতে ‘পেস্ট কন্ট্রোল’ চলছে বলে জানান মালদহ মেডিক্যালের সুপার তথা সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের কোনও ওয়ার্ডে মেঝেতে শুয়ে আছেন এক বৃদ্ধ। গায়ে কম্বল চাপা দেওয়া। সেই কম্বলের উপরই দাপিয়ে বেড়াচ্ছে একটি ইঁদুর।

প্রথমে ওই বৃদ্ধে পায়ের কাছে কম্বলে ঘোরাফেরা করলেও এরপর একেবারে তাঁর বুকে কাছে চলে আসে ইঁদুরটি। প্রথমে ওই বৃদ্ধ আলতো হাতেই ইঁদুরটিকে ধরার চেষ্টা করছিলেন। তবে বাগে আনতে না পেরে কিছুটা শক্তি প্রয়োগ করেন। মাথার কাছটা চেপে ধরেন বাঁ হাত দিয়ে। এরপরই ডান হাত দিয়ে সমানে কিল মারতে থাকেন। মানুষ ও ইঁদুরের এমন লড়াই দেখে চমকে উঠছে নেটিজেনরা। রোগীদের অভিযোগ, হাসপাতালের পুরনো ভবনের পাশাপাশি মেডিক্যালের ঝাঁ চকচকে ভবনেও ইঁদুরের উপদ্রব ক্রমশ বাড়ছে।

রোগীর শয্যায় গিয়েও উঠে পড়ছে বলে অভিযোগ। মালদহ মেডিক্যালের সুপার তথা সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহা বলেন, “আমি খোঁজ খবর করে দেখছি। আমরা পেস্ট কন্ট্রোল কর্মসূচিও করছি। শুধু ইঁদুর নয়, সাপের জন্যও আমাদের গোটা ক্যাম্পাসে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে।”

মেডিক্যালে চিকিৎসাধীন এক রোগীর ছেলে বলেন, “আমার বাবা এখানে ভর্তি। এসে দেখলাম একজন মানসিক ভারসাম্যহীন রোগী ভর্তি। উনি বেডও পাননি। দেখি ড্রেন থেকে ইঁদুর উঠে গিয়ে লোকটায় গায়ে ঘুরছে। সরকারি হাসপাতালে এরকম ছবি দেখতে হলে তো মুশকিল। আমাদের মালদার একটা ভাল নাম আছে। আমি তো আমার বাবাকে নিয়ে এসেছি। এরকম আরও তো অনেকেরই আত্মীয় আছেন। এটা দেখা দরকার।”

মালদা: কখনও রোগীর পায়ে কখনও আবার মাথার উপরে খেলছে ইঁদুর। কখনও আবার কম্বলের ভিতর ঢুকে আহ্লাদ। এরপর আচমকাই দেখা গেল ইঁদুরের মাথাখানা চেপে ধরেছেন রোগী। মুঠো করে ঘা দিয়ে চলেছেন ইঁদুরটিকে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন দৃশ্য দেখে বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া। অভিযোগ, এই ছবি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের। ইঁদুরের উপদ্রব ঠেকাতে ‘পেস্ট কন্ট্রোল’ চলছে বলে জানান মালদহ মেডিক্যালের সুপার তথা সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের কোনও ওয়ার্ডে মেঝেতে শুয়ে আছেন এক বৃদ্ধ। গায়ে কম্বল চাপা দেওয়া। সেই কম্বলের উপরই দাপিয়ে বেড়াচ্ছে একটি ইঁদুর।

প্রথমে ওই বৃদ্ধে পায়ের কাছে কম্বলে ঘোরাফেরা করলেও এরপর একেবারে তাঁর বুকে কাছে চলে আসে ইঁদুরটি। প্রথমে ওই বৃদ্ধ আলতো হাতেই ইঁদুরটিকে ধরার চেষ্টা করছিলেন। তবে বাগে আনতে না পেরে কিছুটা শক্তি প্রয়োগ করেন। মাথার কাছটা চেপে ধরেন বাঁ হাত দিয়ে। এরপরই ডান হাত দিয়ে সমানে কিল মারতে থাকেন। মানুষ ও ইঁদুরের এমন লড়াই দেখে চমকে উঠছে নেটিজেনরা। রোগীদের অভিযোগ, হাসপাতালের পুরনো ভবনের পাশাপাশি মেডিক্যালের ঝাঁ চকচকে ভবনেও ইঁদুরের উপদ্রব ক্রমশ বাড়ছে।

রোগীর শয্যায় গিয়েও উঠে পড়ছে বলে অভিযোগ। মালদহ মেডিক্যালের সুপার তথা সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহা বলেন, “আমি খোঁজ খবর করে দেখছি। আমরা পেস্ট কন্ট্রোল কর্মসূচিও করছি। শুধু ইঁদুর নয়, সাপের জন্যও আমাদের গোটা ক্যাম্পাসে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে।”

মেডিক্যালে চিকিৎসাধীন এক রোগীর ছেলে বলেন, “আমার বাবা এখানে ভর্তি। এসে দেখলাম একজন মানসিক ভারসাম্যহীন রোগী ভর্তি। উনি বেডও পাননি। দেখি ড্রেন থেকে ইঁদুর উঠে গিয়ে লোকটায় গায়ে ঘুরছে। সরকারি হাসপাতালে এরকম ছবি দেখতে হলে তো মুশকিল। আমাদের মালদার একটা ভাল নাম আছে। আমি তো আমার বাবাকে নিয়ে এসেছি। এরকম আরও তো অনেকেরই আত্মীয় আছেন। এটা দেখা দরকার।”

Next Article