Mamata Banerjee: ‘প্রধানমন্ত্রীর কাছে ৫০ বার গিয়েছি’, বলেই শুধরে নিলেন মমতা

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

May 04, 2023 | 7:15 PM

Maldah: মুখ্যমন্ত্রী বলেন, ধূলিয়ান, সামসেরগঞ্জ, ভগবানগোলা, নদিয়ায় গঙ্গা ভাঙন রোধে বারবার কেন্দ্রকে বলা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্য়ানের টাকা চাইলে তাও দেওয়া হয়নি কেন্দ্রের তরফে।

Mamata Banerjee: প্রধানমন্ত্রীর কাছে ৫০ বার গিয়েছি, বলেই শুধরে নিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়।

Follow Us

মালদহ: মালদহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসংযোগ কর্মসূচিতে শামিল হয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক বঞ্চনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার ইংরেজবাজারে অধিবেশন কর্মসূচিতে যোগ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নদী ভাঙন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। সে প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, “এই গঙ্গাভাঙন ১০০ বছর ধরে চলছে। সবাই এসেছে, চলে গিয়েছে। কিছুই করেনি। অথচ এটা কেন্দ্রের অধীনে। ফরাক্কা কেন্দ্রের অধীনে। আমাদের জল বাংলাদেশকে দিলে আপত্তি নেই। হাসিনাজিকে আমি ভালবাসি। কিন্তু আমাকে যে তার পরিবর্তে ৭০০ কোটি টাকা দেবে বলেছিলে, আমার বাংলা সরকারকে দেবে বলেছিলেন, আজও তো দাওনি।” এরপরই মমতা বলেন, “প্রধানমন্ত্রীর কাছে ৫০ বার গিয়েছি।” যদিও পরমুহূর্তেই মমতা এই বক্তব্য শুধরে নিয়ে বলেন, “৫০ বার! অতবার যাইনি। ৭-৮ বার তো গিয়েছি মুখ্যমন্ত্রী হওয়ার পর।”

মুখ্যমন্ত্রী বলেন, ধূলিয়ান, সামসেরগঞ্জ, ভগবানগোলা, নদিয়ায় গঙ্গা ভাঙন রোধে বারবার কেন্দ্রকে বলা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্য়ানের টাকা চাইলে তাও দেওয়া হয়নি কেন্দ্রের তরফে। মুখ্যমন্ত্রীর কথায়, “কিছুই দেয় না, শুধু নেয়। আধার কার্ড না করলে তুমি বিদেশি। আবার চিঠি এসেছে।”

একইসঙ্গে এজেন্সির ব্যবহার নিয়েও এদিন কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। বলেন, “সবার মুখ বন্ধ করে দিতে চায় ভয় দেখিয়ে। আমাদের ১ হাজার ছেলেকে আটকে রেখেছে। ভোটের সময় নাকি হিংসা হয়েছে। ইলেকশন কমিশনের হাতে ছিল সবটা। গ্রামে একটা চকোলেট বোমা ফাটালে, ধূপ জ্বালালে এনআইএ পাঠিয়ে দিচ্ছে।” ইতিমধ্যেই ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। এদিন তারও জবাব দেন মমতা। বলেন, “জোয়ার যখন এসেছে, এরা সব জেলা ঘুরে গঙ্গাসাগরে আসবে। তখন দেখা হবে ওদের সঙ্গে।”

Next Article