মালদহ: এবারে স্কুলে বোমা। মালদহের চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর প্রাথমিক বিদ্যালয় চতুরে দু-দুটি বোমা উদ্ধারের ঘটনায় শুক্রবার ব্যাপক আতঙ্ক ছড়াল এলাকায়। উল্লেখ্য, ভোটের দিনই বিদ্যালয়ে ব্যাপক সন্ত্রাস, হিংসা-হানাহানি, গন্ডগোলের ঘটনা ঘটেছিল। স্কুলের বুথে যা ঘটেছিল, তাতে আতঙ্কে এলাকাবাসীরা। তার মধ্যেই মধ্যে শুক্রবার বিদ্যালয় চত্বর থেকে দু-দুটি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চাঁচল থানার পুলিশ। সেই সঙ্গে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে।
এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে মালদহের কালিয়াচকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্রামবাসীদের অভিযোগ, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়েছে। ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। জানা গিয়েছে, তারা বৈষ্ণবনগরের একেবারে সীমান্তবর্তী গ্রাম থেকে এসেছিলেন। বোমা বিস্ফোরণের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে, সকাল হতেই মালদহেই ঝোপঝাড় জঙ্গলে ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় হাজার হাজার ব্যালট পেপার। বেশিরভাগ বিজেপি দেওয়া ভোট বলে দাবি সমর্থকদের। প্রতিবাদে মালদহের মানিকচকে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ব্লক অফিসের সামনে তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, চক্রান্ত করে বিডিও-ই ব্যালট পেপার সরিয়ে বিজেপি প্রতিনিধিদের হারিয়েছেন।
বিজেপির অভিযোগ, শাসক দলের হয়ে কাজ করেছেন বিডিও। যদিও গোটা বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিডিও।