মালদহ: মালদহর মোথাবাড়িতে স্ট্রংরুমে দলবল নিয়ে ঢোকার চেষ্টা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। এমনটাই অভিযোগ করেছে কংগ্রেস। যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের সঙ্গে। কেন্দ্রীয় বাহিনীর বাধায় আর এলাকার মানুষের প্রতিরোধে শেষমেশ এলাকা ছাড়েন সাবিনা ইয়াসমিন। গতকাল গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত ছিল উত্তেজনা। জানা গিয়েছে, এই নিয়ে রাজ্যপাল আর নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে কংগ্রেস। অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করেছেন সাবিনা ইয়াসমিন।
রবিবার মধ্য রাতের পর থেকে তুমুল উত্তেজনা ছড়ায় মালদহর ওই এলাকায়। কংগ্রেসের অভিযোগ, নিজের দলবদল নিয়ে স্ট্রংরুমের ভিতরে ঢোকার ক্রমাগত চেষ্টা করতে থাকেন রাজ্যের মন্ত্রী। এরপরই গ্রামবাসীরা বাধা দেন। সঙ্গে উপস্থিত হন জোট কর্মীরাও। শুধু তাই নয়, অভিযোগ, সাবিনা ইয়াসমিনের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষী ছাড়াও পুলিশ আধিকারিক ও বিডিও। কীভাবে তাঁরা স্ট্রং রুমের ভিতরে চলে গেলেন সেই নিয়েই উঠছে প্রশ্ন।
এই বিষয়ে সাবিনা ইয়াসমিন বলেন, “আপনারা সব ভুলভাল খবর শোনেন। আমার কোনও শখ নেই স্ট্রং রুমে যাব। বিরোধীরাই ওইখানে ঢুকে বসে রয়েছে। শাসকদলের কাউকে যেতে দেয়নি। এমনকী সিসিটিভি তারও কাটা। আমরা তো হাতে চুরি পরে বসে নেই। স্ট্রংরুমে আমাদের যেতে দেওয়া হয়নি বলেই তো আমরা প্রশ্ন করতে গিয়েছিলাম কেন ঢুকতে দেওয়া হচ্ছে না।” অপরদিকে, কংগ্রেস নেতা ইশা খান চৌধুরী বলেন, “সাবিনা ইয়াসমিন ওই স্ট্রংরুমে গিয়েছিলেন। ঢোকার চেষ্টা করছিলেন। আমরা বাধা দিই। একদম ভিতরে ঢুকতে পারেননি। কারণ গ্রামবাসীরা আর আমাদের বাধার মুখে পড়ে পিছু হঠতে হয়েছে ওনাকে।”