
মালদহ: স্বামীর সঙ্গে অশান্তি। রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিল স্ত্রী। রাগ ভাঙাতে সেখানে যেতেই এক কোপে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি স্বামী। চাঞ্চল্যকর ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বালুচর গ্রামে। এখানে বাড়ি আব্দুল রহমানের (৩৮)। স্ত্রীর কোপে গোপনাঙ্গ হারিয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হতো। এবারেও সেই একই ঘটনা। কিন্তু, স্ত্রীকে বাপের বাড়ি থেকে আনতে গিয়ে যে কাণ্ড ঘটে যাবে তা কেউ ভাবতে পারছেন না। সূত্রের খবর, স্ত্রীকে বাপের বাড়ি আনতে যেতেই সেখানেও বিবাদ চরমে ওঠে। অভিযোগ, ঝামেলা-তর্কাতর্কির মধ্যে আচমকা ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ কেটে ফেলেন স্ত্রী। রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন আব্দুল। পরিজনরাই তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ইতিমধ্যেই এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে।
গত বছর অগস্ট মাসেও একই রকমের একটি ঘটনা ঘটে উত্তর প্রদেশের লখনউয়ে। পরকীয়ার সন্দেহে স্ত্রীর সঙ্গে প্রায়শই ঝামেলা করতো স্বামী। রাগের মাথায় শেষে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ ওঠে স্ত্রীর বিরুদ্ধে। গোটা ঘটনায় আবার তাঁকে সাহায্য করে মহিলার দুই বন্ধু। ওই ঘটনাতেও রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল।