‘কেন্দ্র কি আর উপাচার্য পায়নি, একটা নিয়ে এসেছে বিজেপি মার্কা মারা’

সায়নী জোয়ারদার | Edited By: ঋদ্ধীশ দত্ত

Dec 29, 2020 | 4:13 PM

থিক থিক করছে মানুষের ভিড়। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য উপচে পড়ছে রাস্তার দু'ধার।

কেন্দ্র কি আর উপাচার্য পায়নি, একটা নিয়ে এসেছে বিজেপি মার্কা মারা
জামবুনিতে মমতা বন্দ্যোপাধ্যায়।

Follow Us

বীরভূম: বোলপুরে পদযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রায় সাড়ে চার কিলোমিটার পথ হেঁটে যাবেন তিনি। বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে জামবুনি পর্যন্ত এই পদযাত্রা হবে। থিক থিক করছে মানুষের ভিড়। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য উপচে পড়ছে রাস্তার দু’ধার। হেঁটে, মানুষের ভিড়ে মিশে জনসংযোগই মমতার ইউএসপি। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় এভাবেই পথে নামতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে।

*পদযাত্রা শুরুর পর পরই এক বাউলের হাত থেকে বাদ্যযন্ত্র নিয়ে নিজেই তা বাজাতে শুরু করলেন মমতা। রবিতীর্থে রবীন্দ্র সংস্কৃতিকে পাথেয় করেই এগোচ্ছে মমতার এই রোড শো।

*মমতার পাশেই বীরভূমের সাংসদ শতাব্দী রায়।

*এগিয়ে চলেছে পদযাত্রা। রয়েছে দু’টি সুসজ্জিত ট্যাবলো।

*রাস্তার দু’পাশে যেমন ভিড়, একই ছবি আশপাশের বাড়ির ছাদগুলিতেও। একবার মমতাকে সামনে থেকে দেখতে স্থানীয়দের ছোটাছুটিও দেখা যাচ্ছে রাঙামাটির পথে।

মুখ্যমন্ত্রীর পদযাত্রা ঘিরে থিক থিক করছে মানুষের ভিড়।

*রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে সাজানো হয়েছে ট্যাবলো। বাজছে রবীন্দ্রসঙ্গীত।

*রোড শোয়ে মমতার সঙ্গেই বাসুদেব দাস বাউল। সেই বাসুদেব, যাঁর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সেরেছিলেন অমিত শাহ।

*পদযাত্রা এসে পৌঁছল বোলপুর চৌরাস্তায়।

*বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই দাবি করেছেন, প্রায় তিন লক্ষ মানুষ রয়েছেন মমতার পদযাত্রায়।

মমতার মঞ্চে বাসুদেব দাস বাউল।

* রবীন্দ্রগান, মাদলের বোল, একতারার মিঠে সুরে মুখরিত বোলপুর। হাঁটছেন মমতা।

*জামবুনিতে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

*মূলমঞ্চে উঠলেন মমতা।

*সাধারণ মানুষের ঢল। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিস।

শুধুই মানুষের দেখা যাচ্ছে।

*বেশ কয়েকদিন ধরে রবীন্দ্রনাথের বংলায় অকথা কুকথা বাড়ছে। অমর্ত্য সেনকে আক্রমণ করা হচ্ছে :মমতা

*নতুন করে সোনার বাংলা করার দরকার নেই । রবি ঠাকুর যখন লিখেছিলেন তখনই বাংলা সোনার বাংলা হয়েছে। নাম না করে প্রধানমন্ত্রী কে আক্রমণ মুখ্যমন্ত্রীর।

*শান্তিনিকেতনের আশ্রমিক থেকে অমর্ত্য সেন সবাই আজ আক্রান্ত।

*মানুষের হৃদয়টাকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে মনে হয় যখন পাঁচিল তোলা হয় : মমতা

*ঘৃণ্য রাজনীতি আমদানি করা হয়েছে বাংলায়। প্রতি সপ্তাহে করতে আসছে দরবার, খাচ্ছে ফাইভ স্টারের খাবার। রবিতীর্থ থেকে নাম না করে বিজেপিকে কটাক্ষ মমতার।

*ফেক পলিটিক্স। সব ফেক। দশটা লোক থাকে মিছিলে। বাকি সব এজেন্সির লোক। টাকা ছড়াচ্ছে। টাকা দিয়ে ক’টা এমএলএ কিনে নিয়ে ভাবছে অনেক করেছে । তাও কয়েকটা পচা ধচা: মমতা

* বলছে জন গণ মন বদলাবে। কত সাহস। বলি একবার হাত তো দিন। বুঝব : মমতা

*কেন্দ্র কি আর কোনও উপাচার্য খুঁজে পায়নি, একটা নিয়ে এসেছে বিজেপি মার্কা মারা : মমতা

*আগে ৩০টা আসন পাক, তারপর ২৯৪ টা ভাববে : মমতা

* বহিরাগতদের দেখলেই থানায় জানাবেন। মহিলারা সাবধানে থাকবেন, বাচ্চাদের সামলে রাখবেন। বহিরাগত দেখলেই বলবেন, আগে বাড়ির ছেলেরা আসুক তারপর কথা হবে : মমতা

*একেবারে যেন রবীন্দ্রনাথ এসে গিয়েছে। সান্তাক্লজ এসে গিয়েছে। এমন হাবভাব। নাম না করে মোদীকে কটাক্ষ মমতার।

*একুশই আমাদের আন্দোলন ,একুশেই হবে জয়। ওদের ভোঁ কাট্টা করুন।

*আমি কোনওদিন মানুষের ক্ষতির রাজনীতি করিনি। করিনা।

*এনআরসির তালিকায় নাম তুলে নেবেন না আবার। ভোটার লিস্টে নাম তুলুন । আমি আপনাদের পাহারাদার।

*বিশ্বকর্মা পুজোর আগে ঘুড়ি লাটাই নিয়ে খেলা! ওদের ওই ভোকাট্টা করেই বিদায় দিন।

* একুশ ই আমাদের আন্দোলন, একুশেই হবে জয়।

বক্তব্য শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ‘হৃদ মাঝারে’ গান ধরলেন শিল্পী বাসুদেব দাস বাউল। তাঁর বাড়িতেই পাত পেড়ে মধ্যাহ্নভোজ করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই সময় এই একই গান শুনিয়েছিলেন তাঁকেও।

Next Article