Weather Update: চোখ পাকাচ্ছে বাংলাদেশে ঘূর্ণাবর্ত, এপার বাংলায় শুরু তুমুল ঝড়-বৃষ্টি, দুর্যোগের প্রহর কাটবে কবে

Weather Update: আবহাওয়া দফতর বলছে, আগামী ৪-৫ দিনে আরও বৃষ্টিবাদলার পূর্বাভাস থাকছে। ২ মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ।

Weather Update: চোখ পাকাচ্ছে বাংলাদেশে ঘূর্ণাবর্ত, এপার বাংলায় শুরু তুমুল ঝড়-বৃষ্টি, দুর্যোগের প্রহর কাটবে কবে
দুর্যোগের পূর্বাভাস একাধিক জেলায় Image Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

May 01, 2025 | 5:53 PM

ঝাড়গ্রাম-বাঁকুড়া: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, এদিনও ঝড়-বৃষ্টি চলল দক্ষিণবঙ্গে। দুপুর থেকে জেলায় জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি। পূর্বাভাস ছিলই। সেই মতো সকাল থেকেই চলছিল মেঘ-রোদের লুকোচুরি খেলা। দুপুর গড়িয়ে বিকাল হতেই একাধিক জেলায় শুরু হয়ে গেল ঝড়-বৃষ্টি। এদিন বিকালে আচমকাই ঘন কালো মেঘে ঢেকে যায় জঙ্গলমহলের আকাশ। অন্ধকার হয়ে যায় চারদিক। এরপরই শুরু হয় বৃষ্টি। সঙ্গে দোসর ব্য়াপক ঝড়। বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম, সর্বত্রই একই ছবি। মেঘলা কলকাতা থেকে আশপাশের জেলার আকাশও। হুগলিতেও জারি লাল সতর্কতা। 

আবহাওয়া দফতর বলছে, পশ্চিমাঞ্চল থেকে মেঘ সরছে উপকূলের দিকে। ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। তবে আপাতত তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই। তবে ভ্যাপসা গরম থাকছে। কিন্তু তা থেকে মুক্তি দিয়ে এদিন দুপুরের পর ঝাড়গ্রামেও শুরু হয়ে যায় মুষলধারা। সঙ্গে পাল্লা দিয়ে বজ্রপাত। 

আবহাওয়া দফতর বলছে, আগামী ৪-৫ দিনে আরও বৃষ্টিবাদলার পূর্বাভাস থাকছে। ২ মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩ তারিখ শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। ৪ তারিখ রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-