Municipality: পুরসভার জল খেয়ে অসুস্থ ৫০ জন, মৃত্যুরও অভিযোগ, জানাজানি হতেই শুরু মাকিং
Murshidabad: এরপর সোমবার সকালে মৃত্যু হয় আয়েশা বিবি নামে এক মহিলার। জল খেয়ে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। অসুস্থরা হাসপাতালে চিকিৎসাধীন। চাপের মুখে পড়ে ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে ১১ নম্বর ওয়ার্ডে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়। ওয়ার্ডের কাউন্সিলর বলেন, "আমরা মেডিক্যাল টিম আগেই বসিয়ে দিয়েছি। তারা কাজ করা শুরু করে দিয়েছে। যারা এই রোগে আক্রান্ত তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।"

ধুলিয়ান: একজন নয়, দু’জন নন। একসঙ্গে অসুস্থ পঞ্চাশ জন। অভিযোগ, পৌরসভার জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তাঁরা। শুধু তাই নয়, অভিযোগ একজনের নাকি মৃত্যু পর্যন্ত হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কামাত এলাকার। সেখানে পিএইচই সরবরাহ করা জল পান করে প্রায় ৫০জন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ।
ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বৃহস্পতিবার রাতের যে জল সরবরাহ হয়েছিল তারপর থেকে একের পর এক মানুষ জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের তড়িঘড়ি অনুপনগর হাসপাতাল ও জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে পৌরসভার জল না খাওয়ার নির্দেশ দিয়েছেন।
এরপর সোমবার সকালে মৃত্যু হয় আয়েশা বিবি নামে এক মহিলার। জল খেয়ে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। অসুস্থরা হাসপাতালে চিকিৎসাধীন। চাপের মুখে পড়ে ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে ১১ নম্বর ওয়ার্ডে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়। ওয়ার্ডের কাউন্সিলর বলেন, “আমরা মেডিক্যাল টিম আগেই বসিয়ে দিয়েছি। তারা কাজ করা শুরু করে দিয়েছে। যারা এই রোগে আক্রান্ত তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।” অপরদিকে, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল হকের দাবি, জলের নমুনা পরীক্ষার জন্য যাদবপুরে পাঠানো হয়েছে।
