Murshidabad: বাড়ির পাশেই ঝুলছে স্বামীর দেহ, প্রেমিক-সহ নিখোঁজ স্ত্রী
Murshidabad: স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। খবর পেতেই ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশই মৃতদেহ উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলতাফ সেখ দীর্ঘদিন থেকেই ভিন রাজ্যে কর্মরত। ইদের জন্য বাড়ি ফেরেন। তারমধ্যে ঘটে যায় এ ঘটনা।

ভগবানগোলা: বাড়ির পাশেই দোকান থেকে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ভগবানগোলায়। ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না স্ত্রীর। অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, এলাকারই এক যুবকের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল ওঅ মহিলার। ঘটনার পর থেকে সেই যুবকেরও আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এলাকার লোকজনের একটা বড় অংশের সন্দেহ দু’জনেই ওই ব্যক্তিকে খুন করে চম্পট দিয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণমবর্গী ডাকবাংলা এলাকায়। মৃত ব্যক্তির নাম আলতাফ সেখ (৫৫)। বাড়ি মহিশাস্থলি গ্রাম পঞ্চায়েতের ডাকবাংলো এলাকায়। ডাকবাংলা এলাকায় বানপুলের পাশে একটি পরিত্যক্ত দোকানের পাশ থেকে আলতাফ সেখের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তার গলায় দড়ির ফাঁস লাগানো ছিল। দেহ দেখতে পান এলাকার বাসিন্দারাই। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।
স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। খবর পেতেই ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশই মৃতদেহ উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলতাফ সেখ দীর্ঘদিন থেকেই ভিন রাজ্যে কর্মরত। ইদের জন্য বাড়ি ফেরেন। বাড়ি ফিরে জানতে পারেন, তাঁর স্ত্রী ইদোলা বিবির সঙ্গে প্রতিবেশী এক যুবকের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। তা নিয়ে স্ত্রীর সঙ্গে বিস্তর বচসাও হয়। কিন্তু, তা খেকেই খুন নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু হয়েছে। অন্যদিকে আলতাফের স্ত্রী ও প্রেমিকের খোঁজে জোরকদমে তল্লাশি শুরু করেছে পুলিশ।





