মুর্শিদাবাদ: ভোট চতুর্থীতে বড় পরীক্ষা বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর। এবার তিনি ডবল হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে। জিতলে রেকর্ড, হারলে ‘বড় খবর’। সোমবার ভোটের সকাল থেকে এ বুথ ও বুথ ছুটে বেড়াচ্ছেন অধীর। এরইমাঝে টিভিনাইন বাংলায় বিস্ফোরক দাবি করলেন বহরমপুরের ‘রবিনহুড’। তাঁর কথায়, টাকা নিয়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান।
অধীর চৌধুরীর দাবি, “আমার কাছে যা খবর অন কনট্র্যাক্ট ভোট করতে এসেছেন তৃণমূলের যিনি প্রার্থী। যেমন আইপিএল খেলতে যান শ্রীলঙ্কায় ৪ কোটি না ৫ কোটি টাকায়। আমার কাছে যা খবর, এখানে যে ভোট করতে এসেছেন তাতে ১২ কোটির চুক্তি হয়েছে। কনট্র্যাক্টে ভোট হচ্ছে।”
অধীরের কটাক্ষ, রাজস্থানে কেউ মারা গেলে কান্নার লোক না পেলে যেমন রুদালি ভাড়া করা হয়, এখানে ভোটালি আগামিদিনে চালু হবে। তবে একইসঙ্গে তিনি বলেন, ভোট ভাল হচ্ছে। যদিও তার পুরো ক্রেডিটই অধীর দিয়েছেন কেন্দ্রীয় বাহিনী ও জাতীয় নির্বাচন কমিশনকে।
মুর্শিদাবাদ: ভোট চতুর্থীতে বড় পরীক্ষা বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর। এবার তিনি ডবল হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে। জিতলে রেকর্ড, হারলে ‘বড় খবর’। সোমবার ভোটের সকাল থেকে এ বুথ ও বুথ ছুটে বেড়াচ্ছেন অধীর। এরইমাঝে টিভিনাইন বাংলায় বিস্ফোরক দাবি করলেন বহরমপুরের ‘রবিনহুড’। তাঁর কথায়, টাকা নিয়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান।
অধীর চৌধুরীর দাবি, “আমার কাছে যা খবর অন কনট্র্যাক্ট ভোট করতে এসেছেন তৃণমূলের যিনি প্রার্থী। যেমন আইপিএল খেলতে যান শ্রীলঙ্কায় ৪ কোটি না ৫ কোটি টাকায়। আমার কাছে যা খবর, এখানে যে ভোট করতে এসেছেন তাতে ১২ কোটির চুক্তি হয়েছে। কনট্র্যাক্টে ভোট হচ্ছে।”
অধীরের কটাক্ষ, রাজস্থানে কেউ মারা গেলে কান্নার লোক না পেলে যেমন রুদালি ভাড়া করা হয়, এখানে ভোটালি আগামিদিনে চালু হবে। তবে একইসঙ্গে তিনি বলেন, ভোট ভাল হচ্ছে। যদিও তার পুরো ক্রেডিটই অধীর দিয়েছেন কেন্দ্রীয় বাহিনী ও জাতীয় নির্বাচন কমিশনকে।