Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad Election Results 2024: সেলিমের হাত ধরেই কি হাসি ফুটবে বামেদের? গণনার প্রথম ১ঘণ্টা সে কথাই বলছে

Murshidabad Election Results 2024: বামেরা কটা আসন পাবে? আদৌ পাবে কি না। এই নিয়ে জল্পনা বারংবার চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই আশা রেখেছেন এবার অন্তত বামেদের ভোটের শতাংশ বৃদ্ধি পাবে। দল আশা রেখেছে যাদবপুর,দমদম, মুর্শিদাবাদের মতো কেন্দ্রে।

Murshidabad Election Results 2024: সেলিমের হাত ধরেই কি হাসি ফুটবে বামেদের? গণনার প্রথম ১ঘণ্টা সে কথাই বলছে
এগিয়ে সেলিমImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jun 04, 2024 | 9:06 AM

মুর্শিদাবাদ: লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র কার্যত প্রেস্টিজ ফাইট বামেদের জন্য। কারণ সেখানে লড়াই করছেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। তাঁর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের আবু তাহের খান। পোস্টাল ব্যালট গণনা চলছে। আর সেই গণনায় এখনও (সকাল ৮টা ৫২)অবধি দেখা যাচ্ছে এগিয়ে রয়েছেন সেলিম।

বামেরা কটা আসন পাবে? আদৌ পাবে কি না। এই নিয়ে জল্পনা বারংবার চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই আশা রেখেছেন এবার অন্তত বামেদের ভোটের শতাংশ বৃদ্ধি পাবে। দল আশা রেখেছে যাদবপুর,দমদম, মুর্শিদাবাদের মতো কেন্দ্রে।

যদিও এক ঘণ্টার গণনায় দেখা যাচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য পিছিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের কাছে। তেমনই দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পিছিয়ে রয়েছেন। এগিয়ে তৃণমূলের সৌগত রায়। তবে মুর্শিদাবাদে প্রথম একঘণ্টায় ভালই টক্কর দিচ্ছেন সেলিম। উল্লেখ্য, ভোটের সময় থেকেই দাবাং মেজাজে দেখা গিয়েছিল সেলিমকে। কখনও ভুয়ো ভোটার ধরেছেন। কখনও আবার তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছেন। তবে শেষ অবধি হাসি বজায় থাকবে কি না তা সময়ই বলবে।