AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: দেখেই সন্দেহ হয়েছিল, পরে লোকটার আসল পরিচয় জানল GRP

Murshidabad: নিউ ফরাক্কা জিআরপি খবর, এক ব্যক্তি প্ল্যাটফর্মের উপরে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। বিষয়টিতে নজর যায় নিউ ফরাক্কা জিআরপি-র ওসি সুবোধ ভকতের।

Murshidabad: দেখেই সন্দেহ হয়েছিল, পরে লোকটার আসল পরিচয় জানল GRP
গ্রেফতার হওয়া ব্যক্তিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 26, 2025 | 9:44 PM
Share

নিউ ফরাক্কা (মুর্শিদাবাদ): অদ্ভুতভাবে ঘুরছিল। একবার এক প্ল্যাটফর্ম আর একবার অন্য প্ল্যাটফর্ম। তারপর জিআরপি পাকড়াও করতেই বেরিয়ে এল আসল পরিচয়। পাচার করার আগে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি কার্তুজ, দুটি মোবাইল ও একটি ল্যাপটপ সহ একজনকে গ্রেফতার করল নিউ ফরাক্কার জিআরপি। ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক বেলা ১২ টা নাগাদ। নিউ ফরাক্কা স্টেশনে এক নম্বর প্লাটফর্ম থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে।

নিউ ফরাক্কা জিআরপি খবর, এক ব্যক্তি প্ল্যাটফর্মের উপরে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। বিষয়টিতে নজর যায় নিউ ফরাক্কা জিআরপি-র ওসি সুবোধ ভকতের। এরপর তিনি তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তবে অভিযুক্ত কার্যত আমতা-আমতা করতে থাকে। সঠিক উত্তর না পাওয়ায় তাঁর কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। পাঁচটি কার্তুজ দু’টি মোবাইল একটি ল্যাপটপ। তারপর তাঁকে গ্রেফতার করে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা রেঞ্জের জিআরপি ডিএসআরপি পরিজাত সরকার ও জিআরপির আইসি প্রশান্ত রায়। তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির নাম গোপন রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। এ দিকে, এর পিছনে আরও কে বা কারা আছে তা তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি।