Murshidabad: পরকীয়ায় মেতে স্বামী! এরই মধ্যে হঠাৎ হাজির দ্বিতীয় স্ত্রী আনারকলি, যা হল তারপর…
Murshidabad: গত আট বছর আগে দ্বিতীয় বিয়ে করেন ওই মহিলার স্বামী। কিন্তু দ্বিতীয় বিয়ে করলেও সেই স্ত্রী চলে যান। এরপর সম্প্রতি সেই দ্বিতীয় স্ত্রী ফিরে আসেন।

মুর্শিদাবাদ: গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে মৃতের নাম আনারকলি বিবি (৩৫)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত পাতেন্ডা গ্রামে।
জানা গিয়েছে, গত আট বছর আগে দ্বিতীয় বিয়ে করেন ওই মহিলার স্বামী। কিন্তু দ্বিতীয় বিয়ে করলেও সেই স্ত্রী চলে যান। এরপর সম্প্রতি সেই দ্বিতীয় স্ত্রী ফিরে আসেন। এদিকে, পরকিয়ায় জড়িত ছিলেন স্বামী মেহেরবানি শেখ। সেই ঘটনার জেরে বারবার প্রতিবাদ করে স্ত্রী আনারকলি বিবি। সেই সময় তাঁকে জুতো দিয়ে মারধর করে শ্বাসরোধ করে খুন করা হয়ে বলে অভিযোগ।
এই ঘটনার পর মুর্শিদাবাদের কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। বর্তমানে তিন সন্তান রয়েছে তাঁদের। দুই কন্যা সন্তান ও এক পুত্র সন্তান রয়েছে। বাপের বাড়ির সদস্যদের বিষয়টি জানানো হলে তড়িঘড়ি গোকর্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার দুপুরে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।





