
কলকাতা: ‘নতুন দল তৈরি আছে, সব বলব ২২ তারিখ’ বারবার এমনই বলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। দল যে ঘোষণা করবেন সে কথা আগেই বলেছিলেন। তবে তার বিস্তারিত তথ্য তিনি দেননি। আজ টিভি ৯ বাংলা হুমায়ুনের নতুন দলের নাম জানতে চাইলে তিনি মুচকি হাসেন। তারপর যদিও স্পিকটি নট।
আগামী ছাব্বিশে কোনও দল কত ভোট পেতে পারে তার একটি তথ্য দেন হুমায়ুন কবীর। সেই সময় হুমায়ুন বলেন, “আমার অনুমান কোনও দল ২০২৬-এ ১৪৮ পৌঁছতে পারবে না। তৃণমূলও না বিজেপিও না। আমি ১৩৫ আসনে লড়ব বলেছি। এমন পরিমাণ সিট জিতব দেখবেন যে, মুখ্যমন্ত্রীর গদিতে যিনি শপথ নিতে যাবেন তাঁকে হুমায়ুন কবীরের দলের বিধায়কদের সমর্থন প্রয়োজন হবে।” এরপর টিভি ৯ বাংলার প্রতিনিধি তাঁকে প্রশ্ন করেন, তবে কি তাঁর নতুন দলের নাম ‘ন্যাশানাল কনজারভেটিভ পার্টি?’ হুমায়ুন তখন হাসেন। আর উত্তর দেন, “সব পরে বলব। পরে জানতে পারবেন।” তবে দলের নাম বলতেই তিনি যেমন হ্যাঁ-ও বলেননি তেমন না-ও বলেননি। অর্থাৎ সব জল্পনাই জিইয়ে রাখলেন আগামী ২২ ডিসেম্বরের জন্য।
তবে এ দিন হুমায়ুন আরও বলেন, “আমি অন ক্যামেরা বলছি, ২২ তারিখ যে দলের কথা ঘোষণা করব, সেখানে ১ লক্ষ মানুষের জমায়েত করে এই দল ওপেন করব। বহরমপুক টেক্সটাইল মোড়ে এই দল ঘোষণা হবে।” প্রসঙ্গত, একাধিক ইস্যুতে তৃণমূলের সঙ্গে ঝামেলা তৈরি হলেও সম্প্রতি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরিকে কেন্দ্র করে দলের সঙ্গে দূরত্ব বাড়ে হুমায়ুন কবীরের। তৃণমূল তাঁকে সাসপেন্ড করে। তারপরই ২২ ডিসেম্বর নতুন দল তৈরির ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। বাম-কংগ্রেস এমনকী বাংলায় সদ্য ঢোকা ওয়েসির পার্টি মিমের সঙ্গে জোট করে তিনি লড়াই করবেন বলে জানিয়েছিলেন।