Private Tutor: পড়াতে গিয়ে ছাত্রীর সঙ্গে ‘কুকর্ম’, সব জেনে ফেলল বাড়ির লোক, শ্রীঘরে শিক্ষক
Private Tutor: পরিবারের লোকজন বলছেন, অন্যদিকে ঘটনার দিনও ১৪ বছরের ওই নাবালিকাকে পড়াতে এসেছিলেন ওই শিক্ষক। অভিযোগ, পড়াতে পড়াতেই ছাত্রীর যৌন নির্যাতন করেন ওই শিক্ষক। শনিবারই নাবালিকার বাবা গৃহশিক্ষকের নামে বহরমপুর থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছে।

বহরমপুর: পড়ানোর অছিলায় ছাত্রীর সঙ্গে কুকর্ম করার অভিযোগ। জেলে গেল গৃহশিক্ষক। ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরের। শনিবার বিকালে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এদিনই তাঁকে বহরমপুর আদালতে তোলা হচ্ছে। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন থেকেই ওই গৃহশিক্ষক তাঁদের মেয়েকে পড়াতে আসতেন। কিন্তু, সেই শিক্ষকই যে এই কাণ্ড করে বসবে ভাবতে পারছেন না তাঁরা।
পরিবারের লোকজন বলছেন, অন্যদিকে ঘটনার দিনও ১৪ বছরের ওই নাবালিকাকে পড়াতে এসেছিলেন ওই শিক্ষক। অভিযোগ, পড়াতে পড়াতেই ছাত্রীর যৌন নির্যাতন করেন ওই শিক্ষক। শনিবারই নাবালিকার বাবা গৃহশিক্ষকের নামে বহরমপুর থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে।
অন্যদিকে কয়েকদিন আগেই এমনই একটা ঘটনা দেখতে পাওয়া যায় বনগাঁর গাইঘাটা থানা এলাকায়। ওই ঘটনায় আবার শিক্ষকের বাড়িতে পড়তে যেত ৯ বছরের এক নাবালিকা। আড়াই বছর ধরেই সেখানে পড়ে যায়। কিন্তু, এরইমাঝে যে শিক্ষক এই কাণ্ড করে বসবেন তা ভাবতে পারছেন না পরিবারের সদস্যরা। পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।





