Fake notes seized: সামশেরগঞ্জে লক্ষ লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত, পুলিশের জালে ২ যুবক
Fake notes seized: মালদহ থেকে জালনোটগুলি সামশেরগঞ্জের দিকে নিয়ে আসছিল ধৃতরা। তখনই গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান ঘাটে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ জালনোট বাজেয়াপ্ত করা হয়। তারপরই গ্রেফতার করা হয় দুই যুবককে।

সামশেরগঞ্জ: ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে কয়েকদিন আগে উত্তপ্ত হয়েছিল সামশেরগঞ্জ। সেই সামশেরগঞ্জে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার। ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে প্রায় ১৬ লক্ষ টাকার জালনোট-সহ গ্রেফতার করা হল দুই যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম আলামিন শেখ (২০) এবং মিস্টার শেখ(২১)। দু’জনেরই বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে প্রায় ১৬ লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া জালনোটগুলির প্রত্যেকটি ৫০০ টাকার নোট।
মালদহ থেকে জালনোটগুলি সামশেরগঞ্জের দিকে নিয়ে আসছিল ধৃতরা। তখনই গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান ঘাটে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ জালনোট বাজেয়াপ্ত করা হয়। তারপরই গ্রেফতার করা হয় দুই যুবককে।
এদিন ধৃত দুই যুবককে জঙ্গিপুর আদালতে তোলা হয়। তাদের সাতদিনের হেফাজত চেয়ে আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে। জালনোটগুলি কোথা থেকে নিয়ে এসে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ধৃতরা, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি জালনোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।





