Beldanga: বেলডাঙার পরিযায়ী মৃত্যুর কারণ আত্মহত্যা, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য
Beldanga Case: বেলডাঙা থেকে এক অ্য়াসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানা এলাকায় পাঠানো হয়। সেখানেই ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় আলাউদ্দিনকে ঝুলন্ত অবস্থা পাওয়া গিয়েছিল। তারপর বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়।
বেলডাঙা: পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে কয়েকদিন আগেই তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙা। জ্বলে উঠেছিল আগুন। আলাউদ্দিনকে খুনের অভিযোগ তোলে তার পরিবারের লোকজন। কিন্তু, খুন নয়, আত্মঘাতী হয়েছেন পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন। এমনই তথ্য উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে। বেলডাঙা থেকে এক অ্য়াসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানা এলাকায় পাঠানো হয়। সেখানেই ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় আলাউদ্দিনকে ঝুলন্ত অবস্থা পাওয়া গিয়েছিল। তারপর বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়।