Siliguri: মহলয়ার মধ্যেই সাইনবোর্ড করতে হবে বাংলায়, নির্দেশ পুরসভার, নেমপ্লেট বাংলায় করলেন গৌতম দেব

Siliguri: শিলিগুড়িতে কলেজপাড়ায় বাড়ি মেয়র গৌতম দেবের। এতদিন বাড়িতে ইংরেজিতে লেখা ছিল গৌতম দেব, আডভোকেট। কিন্তু এবার তার পাশেই লাগানো হয়েছে আরও একটি নামফলক। স্পষ্ট বাংলায় তাতে লেখা গৌতম দেবের নাম।

Siliguri: মহলয়ার মধ্যেই সাইনবোর্ড করতে হবে বাংলায়, নির্দেশ পুরসভার, নেমপ্লেট বাংলায় করলেন গৌতম দেব
সাইনবোর্ড বাংলায় করার নির্দেশImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 11, 2025 | 3:08 PM

শিলিগুড়ি: বাঙালি অস্মিতা নিয়ে আগেই সরব তৃণমূল। ইতিমধ্যেই জেলেজুড়ে ভাষা আন্দোলন করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বড় পদক্ষেপ করলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ি ও নকশালবাড়িতে দোকানপাটে বাংলায় নামকরণের নির্দেশ দিলেন তিনি। পাশাপাশি নেমপ্লেটে নিজের নামও ইংরেজির সঙ্গে লিখলেন বাংলায়।

শিলিগুড়িতে কলেজপাড়ায় বাড়ি মেয়র গৌতম দেবের। এতদিন বাড়িতে ইংরেজিতে লেখা ছিল গৌতম দেব, আডভোকেট। কিন্তু এবার তার পাশেই লাগানো হয়েছে আরও একটি নামফলক। স্পষ্ট বাংলায় তাতে লেখা গৌতম দেবের নাম। শিলিগুড়িতে বিভিন্ন দোকানপাট আগেই বাংলায় সাইনবোর্ড লিখতে নির্দেশ দিয়েছে শিলিগুড়ি পৌরনিগম। আগামী মহালয়ার মধ্যে এই কাজ করতে হবে সমস্ত দোকানপাটকে। নকশালবাড়িতেও নির্দেশ জারি করা হয়েছে দোকানপাটে বাংলায় নাম-ফলক লিখতে হবে।

ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, “শুরু থেকেই পুরনিগমে আমাদের চেম্বারে বাংলা ও ইংরেজিতে নাম লেখা হয়েছে সমস্ত সাইনবোর্ডে। এটাই আমাদের ঐতিহ্য। দোকানপাটে বাংলায় নাম লিখতে হবে। মহালয়ার মধ্যে করতে বলেছি। মেয়রের বাড়িতেও বাংলায় নাম ফলক লেখা হয়েছে। পৌর নিগমের কাজকর্মেও বাংলার ব্যবহার বাড়াতে নির্দেশ দিয়েছি। এ রাজ্যে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বাঙলা ও বাঙালি সুরক্ষিত। ভাষার বিকাশ ও রাজ্যের উন্নয়নে মমতা বন্দোপাধ্যায়ের নামই বিবেচ্য।”

বিজেপির তরফে নান্টু পাল অবশ্য বলেন, “রাজ্যে বাঙালিরা দুর্দশার কবলে। আজ আমি কুম্ভকার পাড়ায় এসেছি। যাঁরা মূর্তি গড়েন, তাঁদের দুর্দশা দেখলাম। বাংলা ভাষায় নামফলক সাধু উদ্যোগ। কিন্তু ভোটের মুখে কেন? ভোট এলেই কি বাংলা প্রীতি জাগে তৃণমূলের?”