Murshidabad: বাংলায় চলল বুলডোজার

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 31, 2025 | 8:15 PM

সেই নির্মাণ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে নোটিস দেওয়া হয় বলে জানান মহকুমা শাসক। অবৈধ নির্মাণকারী নিজে ভেঙে না দেওয়ায় বুধবার সকালে জেসিবি নিয়ে হাজির হয় মুর্শিদাবাদের বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়। তাঁর নির্দেশে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। 

সরকারি জমি অবৈধভাবে দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করতে বুলডোজার চালালো প্রশাসন। বুধবার সকাল সকাল বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস স্ট্যান্ডের পাশেই পুকুর ভরাট করে অবৈধভাবে গড়ে উঠেছিল কংক্রিটের নির্মাণ। সেই নির্মাণ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে নোটিস দেওয়া হয় বলে জানান মহকুমা শাসক। অবৈধ নির্মাণকারী নিজে ভেঙে না দেওয়ায় বুধবার সকালে জেসিবি নিয়ে হাজির হয় মুর্শিদাবাদের বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়। তাঁর নির্দেশে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়।