Rahul Gandhi-Updates: মুর্শিদাবাদে ন্যায় যাত্রা রাহুলের, সেলিম বললেন, ‘গণতন্ত্র বাঁচাতে এক হয়েছি’

Supriyo Guha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 01, 2024 | 1:29 PM

Rahul Gandhi-Updates: বুধবার বাংলা-বিহার সীমান্তের কাছে রাহুলের যাত্রা যখন পৌঁছয়, সেই সময় তাঁর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। যদিও, বিষয়টিকে হামলা বলতে নারাজ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

Rahul Gandhi-Updates: মুর্শিদাবাদে ন্যায় যাত্রা রাহুলের, সেলিম বললেন, গণতন্ত্র বাঁচাতে এক হয়েছি
রাহুলের ন্যায় যাত্রা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: বাংলায় ঢুকেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। কোচবিহার হয়ে এই ন্যায় যাত্রা বৃহস্পতিবার পৌঁছেছে কংগ্রেসের গড় মুর্শিদাবাদে। বুধবার বাংলা-বিহার সীমান্তের কাছে রাহুলের যাত্রা যখন পৌঁছয়, সেই সময় তাঁর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। যদিও, বিষয়টিকে হামলা বলতে নারাজ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

সর্বশেষ তথ্য একনজরে

  1. জয়রাম রমেশ বলেছেন, “ইন্ডিয়া জোটের সব বৈঠকে সব সময়ই বামপন্থীরা ছিলেন। ২৭ পার্টির তালিকায় বামেরা ছিল।”
  2. জয়রাম রমেশ বলেছেন,”মোদী-অমিত শাহ উৎপীড়নের রাজনীতি করছেন। প্রতিশোধের রাজনীতি করছেন।বিপক্ষের একতা ভাঙতে পার্টিগুলিকে কালিমালিপ্ত করছেন। ভারত জোড়ো ন্যায় যাত্রাকে আটকাতে এ সব করেছেন।”
  3. গতকাল ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছেন, “আমরা বিহারে প্রবেশ করার আগে নীতিশকে পাল্টি খাওয়াল। এবার আমরা ঝাড়খণ্ডে ঢুকব তার আগে হেমন্ত সোরেন গ্রেফতার হলেন।”
  4. কংগ্রেস নেতা জয়রাম রমেশ আজ আবারও ইন্ডিয়া জোটের পক্ষে সওয়াল করেছেন। বলেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারে-বারে বলেছেন উনি ইন্ডিয়া জোটে রয়েছেন। কংগ্রেস স্বাগত জানায়। কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গেই রয়েছে।”
  5. রঘুনাথগঞ্জ এসে পৌঁছলেন রাহুল গান্ধী। কংগ্রেস সমর্থকদের সঙ্গেই লাল ঝান্ডা হাতে বাম কর্মীরা যোগ দিলেন ন্যায় যাত্রায়। মহম্মদ সেলিম বলেন, “২০২৪ গোটা দেশের জন্য একটা বড় সময়। সংগ্রামের সময়। আজকে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন সংসদীয় গণতন্ত্র থাকবে কি না। আর এই গণতন্ত্রকে বাঁচাতেই আমরা একদিকে।”
  6. রাহুলের বাস যাত্রায় উপস্থিত রয়েছে প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাহুলকে দেখতে কার্যত ভিড় কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে।
  7. কংগ্রেসের এই ন্যায় যাত্রা কর্মসূচি সিপিএম তাদের পাশে থাকবে এ কথা আগেই জানিয়েছিল। সেই মতো গতকাল মালদহর জনসভায় উপস্থিত ছিলেন বামনেতা শতরূপ ঘোষ। আর মুর্শিদাবাদের ন্যায় যাত্রায় উপস্থিত থাকবেন সুজন চক্রবর্তী ও মহম্মদ সেলিম।
  8. গতকালের ঘটনার পর আজ নবাবের জেলায় রাহুল। তিনটি কর্মসূচি রয়েছে তাঁর। রঘুনাথগঞ্জ, জঙ্গীপুর, ফরাক্কা দিয়েও আজ বাসযাত্রা করবেন কংগ্রেস নেতা।

 

Next Article