Ram Mandir: মুর্শিদাবাদের প্রতি বিধানসভা কেন্দ্রে হবে রাম মন্দির, ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার
Ram Mandir: সোশ্যাল মিডিয়ায় অম্বিকানন্দ মহারাজ বলেন, "উনি বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করুন, আমরা তাঁকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে আমরা আমন্ত্রণ জানাব, মুর্শিদাবাদের প্রতি বিধানসভা কেন্দ্রে একটি করে রাম মন্দির তৈরির জন্য। আমরা মুর্শিদাবাদের প্রতি কেন্দ্রে একটি করে রাম মন্দির তৈরি করব।"
মুর্শিদাবাদ: বেলডাঙায় হবে বাবরি মসজিদ। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার। মুর্শিদাবাদের প্রতি বিধানসভায় রামমন্দির গড়ার কথা জানালেন বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ। আর এই মন্দির নির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন তিনি।
গতকাল হুমায়ুন কবীর বলেছিলেন, আগামী ২০২৫ সালের ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আর মসজিদের পূর্ণাঙ্গ রূপ দিতে সময় লাগবে ৩ থেকে ৫ বছর। অযোধ্যায় যে মসজিদ ছিল, তার চেয়েও বড় মসজিদ তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন।
তাঁর এই ঘোষণার পর এদিন সোশ্যাল মিডিয়ায় অম্বিকানন্দ মহারাজ বলেন, “উনি বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করুন, আমরা তাঁকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে আমরা আমন্ত্রণ জানাব, মুর্শিদাবাদের প্রতি বিধানসভা কেন্দ্রে একটি করে রাম মন্দির তৈরির জন্য। আমরা মুর্শিদাবাদের প্রতি কেন্দ্রে একটি করে রাম মন্দির তৈরি করব। কোথাও ছোট, কোথাও মাঝারি, কোথাও বড় রাম মন্দির তৈরি করব। আজ থেকেই কাজ শুরু করছি।” রাম মন্দির তৈরিতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অম্বিকানন্দ মহারাজের এই বক্তব্য নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “মন্দির বা মসজিদ তার বিধিবদ্ধ নিয়ম অনুসারে হবে। কিন্তু, হঠাৎ করে হুমায়ুন কবীরের এই মন্তব্য করার কারণ কী? আসলে উনি নিজেকে প্রচারের আলো রাখতে চান।” অন্যদিকে, রাম মন্দির তৈরি নিয়ে তাঁর বক্তব্য, “রাম ভারতীয় সংস্কৃতির যুগপুরুষ। রামের মন্দির হবে এর মধ্যে নতুনত্ব কী আছে? ভারতবর্ষ রামেরই ভূমি। রামের মন্দির হবে, এর মধ্যে অস্বাভাবিকত্ব কিছু দেখছি না।”