মুর্শিদাবাদ: তৃতীয় দফার ভোট শুরু হওয়ার পরই সকাল-সকাল অশান্তি মুর্শিদাবাদের গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। ধরেন ভুয়ো ভোটারকে। এরপর গ্রামের ভিতর ঘুরে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি। ভোটারদের আশ্বস্ত করেন ভোট দিতে যাওয়ার জন্য। তবে তারপরও অশান্তি থামানো যায়নি। সিপিএম প্রার্থী কিছুটা যেতেই তাঁকে ঘিরে ‘গো ব্যাক স্লোগান’ ওঠে। তৃণমূল কর্মীদের একাংশ এই স্লোগান দেন।
তৃণমূল কর্মীদের দাবি সেলিম এলাকায় এসে অশান্তি তৈরির চেষ্টা করছেন। এলাকার এক তৃণমূল কর্মী নাম হিটলার সরকার তিনি আবার অভিযোগ করেন সেলিম নাকি তাঁর কলার ধরেছেন। বলেন, “মহম্মদ সেলিম আমায় মেরেছেন। আমার কলার ধরে টেনেছে। ওঁকে গ্রেফতার করতে হবে। সাংবাদিকদের সামনে গায়ে হাত তুলেছে। আমি মিথ্যে কথা বলছি না।” অপরদিকে,তৃণমূল কর্মীরা জটলা করছে এমন অভিযোগ মহম্মদ সেলিমের কাছে শুনেই পুলিশ আধিকারিক নির্মল দাস তৃণমূল কংগ্রেস কর্মীদের সরিয়ে দেন। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করারও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, এ দিন ভুয়ো ভোটারকে হাতেনাতে ধরার পর মহম্মদ সেলিম বলেন, “ফর্ম চুরি করে আমার ও নির্দলের এজেন্টকে মেরে অন্য লোক বসে আছে। এই চুরিটা প্রথম শুনলাম। তাদের গ্রেফতার করতে বলছি, সেক্টর অফিসার গ্রেফতার করছে না।”