Weather Update: ভরসন্ধ্যায় তুমুল কালবৈশাখী, কারও মাথায় উড়ে এল গাছের ডাল, কারও আঘাত চালের টিনে

Murshidabad: শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সালার থানার তালিবপুর, সরমস্তিপুর-সহ একাধিক গ্রামে কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যায়।

Weather Update: ভরসন্ধ্যায় তুমুল কালবৈশাখী, কারও মাথায় উড়ে এল গাছের ডাল, কারও আঘাত চালের টিনে
ঝড়ের পর এলাকা পরিদর্শন। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2022 | 10:01 PM

মুর্শিদাবাদ: ভরসন্ধ্যায় হঠাৎ তুমুল কালবৈশাখী। ঝড়ের দাপটে উড়ে গেল বাড়ির চাল। ভেঙে পড়ল গাছের ডাল। সেই আঘাতেই আহত হলেন কমপক্ষে ১০ জন। মুর্শিদাবাদের সালারে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। আহতদের তালিকায় বেশ কয়েকজন শিশুও রয়েছে। আহতদের মধ্যে দু’ একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত সপ্তাহেই মুর্শিদাবাদে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয় মুর্শিদাবাদের একাধিক জায়গা। বাজ পড়ে তিনজন মারা যান। এরপরই শুক্রবার ঝড়ের তাণ্ডবের এই ছবি। গত কয়েকদিন ধরে দাবদাহ চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মুর্শিদাবাদে মাঝেমধ্যে অবশ্য বৃষ্টির দেখা মিলেছে। তবে বেশির ভাগ জেলাই শুকনো। আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল, শুক্রবার থেকে আবহাওয়া ঘুরতে পারে। নামতে পারে বৃষ্টি। সেইমতোই এদিন একাধিক জেলায় বৃষ্টির দেখা মেলে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়। টানা ৫৯ দিন পর বৃষ্টির দেখা মেলে কলকাতাতেও।

শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সালার থানার তালিবপুর, সরমস্তিপুর-সহ একাধিক গ্রামে কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যায়। ১০ জনের বেশি এতে আহত হন। সরমস্তিপুরের বছর দশেকের সামসুলি খাতুন ও তালিবপুর গ্রামের বছর পাঁচের সরফরাজ শেখকে আহত অবস্থায় সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তুমুল ঝড় হয়। বেশ কিছু বাড়ির চাল উড়ে যায়। পাশাপাশি একাধিক জায়গায় গাছও পড়ে। ঝড়ের দাপটে গাছের ডাল উড়ে এসে আহত হন কেউ কেউ। এছাড়া অন্যান্য সামগ্রী উড়ে আসায় আহত হন বেশ কয়েকজন। প্রশাসন সূত্রে খবর, আহতের সংখ্যা ১০ জন। ঝড়ের পর এলাকা পরিদর্শনে যান সালার ব্লক ও পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: Summer Vacation: গরমে দেড় মাস ছুটি, এরপর বর্ষায় ছুটি, এভাবেই চলবে? ক্ষোভে ফুঁসছে পড়ুুয়ারা