Nadia: পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে শিশুকন্যাকে…, যৌনাঙ্গ থেকে রক্তপাত দেখেই মাথায় হাত পরিবারের
Nadia: ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে বলে দাবি জানান বিক্ষোভকারীরা।

নদিয়া: সাড়ে চার বছরের শিশুকন্যাকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। শিশুকন্যার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্রকে করে উত্তেজনা ছড়ায় নদিয়ার কালীগঞ্জ থানায় এলাকায়। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, রবিবার ওই শিশুকন্যাকে একা পেয়ে বাড়ি থেকে কিছুটা দূরে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে শিশুকন্যাকে ধর্ষণ করা হয়। শিশুকন্যাটি বাড়ি ফিরে আসার পর তার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হতে শুরু করে। ভয় পেয়ে যায় পরিবারের লোকজন। কী হয়েছে জানতে চাওয়ায় শিশুকন্যাটি সব কিছু জানায়। পরিবারের লোকজন ওই পরিত্যক্ত বাড়িতে যায়। সেখানে একটি মদের বোতল দেখতে পায় তারা। তবে অভিযুক্ত কে, তা বুঝতে পারেনি নির্যাতিতার পরিবার।
ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে বলে দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভ ঘিরে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য তৎপর হয় পুলিশ।
এই খবরটিও পড়ুন




নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। স্থানীয় কেউ যুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।





